India Wins ICC Women's ODI World Cup 2025

শাহরুখের ‘৭০ মিনিট’ ধার করেই কি হরমনদের তাতিয়েছিলেন অমল? বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মুখ খুললেন কোচ

মহিলাদের বিশ্বকাপ ফাইনালের আগে হরমনপ্রীত কৌরদের তাতাতে কি শাহরুখ খানের বিখ্যাত সংলাপ ধার করেছিলেন অমল মুজুমদার? বিশ্বজয় করে সে বিষয়ে মুখ খুলেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৬:১৮
cricket

বিশ্বকাপ জিতে ভারতের জাতীয় পতাকা হাতে কোচ অমল মুজুমদার। ছবি: পিটিআই।

শাহরুখ খানের সংলাপ ধার করে কি হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের তাতিয়েছিলেন ভারতীয় কোচ অমল মুজুমদার? ভারতের মহিলা দলকে প্রথম বার বিশ্বকাপ জিতিয়ে তার জবাব দিলেন অমল।

Advertisement

‘চক দে ইন্ডিয়া’ ছবিতে মহিলাদের হকি বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে একটি দীর্ঘ সংলাপ বলেছিলেন শাহরুখ। তার মূল বিষয় ছিল ম্যাচের ৭০ মিনিট খেলোয়াড়দের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবেন না। সেই সংলাপ ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল। মহিলাদের বিশ্বকাপ ফাইনালের আগে হরমনপ্রীতদের অমল বলেছিলেন, “৭ ঘণ্টা আমরা একটা জৈবদুর্গের মধ্যে ঢুকে যাব। বাইরের কোনও শব্দ সেখানে ঢুকবে না। বাইরে কী হচ্ছে, কে কী বলছে, সে দিকে নজর দেবে না। ৭ ঘণ্টা শুধু তোমাদের। মাঠে নেমে উপভোগ করো।” হরমনপ্রীতেরা জানিয়েছেন, কোচের এই কথা তাঁদের উদ্বুদ্ধ করেছিল।

শাহরুখের থেকেই কি অনুপ্রেরণা নিয়েছিলেন অমল? ভারতীয় কোচ জানিয়েছেন, তিনি যা বলেছেন একেবারে মন থেকে। একটি সাক্ষাৎকারে অমল বলেন, “আমি নাটক পছন্দ করি না। তাই দূরেই থাকি। সত্যি বলতে, যা বলেছিলাম, মন থেকে বলেছিলাম। যদিও পরে ফোনে শাহরুখের সংলাপ শুনেছি। কিন্তু বলার সময় সব মন থেকে বলেছিলাম।”

অমল জানিয়েছেন, তিনি ফাইনালের আগে কী বলবেন তা আগে থেকেই ঠিক করে নিয়েছিলেন। কারণ তিনি জানতেন, ক্রিকেটারদের তাতিয়ে তুলতে হবে। তাই শাহরুখের সঙ্গে তাঁর তুলনা নিয়ে মাথা ঘামাচ্ছেন না কোচ। অমল বলেন, “দেখুন তুলনা করলে তো কিছু করার নেই। তুলনা হতেই পারে। কিন্তু আমি আগে থেকেই জানতাম, কী বলব। ৫০ ওভারের ম্যাচ সাত ঘণ্টা ধরে চলে। তাই সাত ঘণ্টার কথা বলেছিলাম। খেলা শুরুর আগে সকলকে জড়ো করে উদ্বুদ্ধ করেছিলাম। পরে দেখলাম, সেটা ভাইরাল হয়ে গিয়েছে।”

ভারতের ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম হলেও কোনও দিন ভারতের জার্সি গায়ে খেলা হয়নি অমলের। কিন্তু লড়াই ছাড়েননি তিনি। অবসর নেওয়ার পর কোচ হয়েছেন। ভারতের মহিলা দলকে প্রথম বার বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। তাঁর হাত ধরেই কেটেছে ৫২ বছরের খরা।

Advertisement
আরও পড়ুন