Suryakumar Yadav

সফল অস্ত্রোপচার হল সূর্যকুমারের, কবে মাঠে ফিরতে পারবেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক?

সূর্য নিজের ছবি পোস্ট করে লিখেছেন, “কেমন আছি? পেটের নীচের দিকে হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে। সফল অস্ত্রোপচারের পর জানাতে পারছি। সুস্থ হয়ে উঠছি। মাঠে ফেরার জন্য অপেক্ষা করছি।”

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৬:১৮
Suryakumar Yadav

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের হার্নিয়ার অস্ত্রোপচার হল। সুস্থ আছেন তিনি। সমাজমাধ্যমে নিজেই পোস্ট করে এই কথা জানালেন সূর্য। অস্ত্রোপচার ভাল হয়েছে বলে জানিয়েছেন।

Advertisement

সূর্য নিজের ছবি পোস্ট করে লিখেছেন, “কেমন আছি? পেটের নীচের দিকে হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে। সফল অস্ত্রোপচারের পর জানাতে পারছি। সুস্থ হয়ে উঠছি। মাঠে ফেরার জন্য অপেক্ষা করছি।”

২০২৩ সালের পর থেকে তিন বার অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমারের। ২০২৩ সালে গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। গত বছর হার্নিয়ার অস্ত্রোপচার হয়। এই বছর দ্বিতীয় বার হার্নিয়ার অস্ত্রোপচার হল।

সূর্যকে শেষ বার খেলতে দেখা গিয়েছিল আইপিএলে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এ বারে ৭১৭ রান করেছিলেন তিনি। এক মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের কোনও ব্যাটার এত রান করেননি। যদিও আইপিএল জিততে পারেনি সূর্যকুমারের দল। ভারতের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলেন তিনি। ভারতীয় দল এখন ইংল্যান্ডে টেস্ট খেলতে ব্যস্ত।

বোর্ড কোনও বিবৃতি দেয়নি। তবে বিশেষজ্ঞদের ধারণা, সূর্যের সেরে উঠতে দু’মাস লাগতে পারে। অগস্টের আগে কোনও সাদা বলের সিরিজ়‌ খেলবে না ভারত। তাই চিকিৎসা করানোর জন্য এটাই সূর্যের কাছে সেরা সময়।

অগস্টের পর থেকেই ভারতের সাদা বলের মরসুম শুরু হয়ে যাচ্ছে। প্রথমে বাংলাদেশের বিরুদ্ধে সিরি‌জ় রয়েছে। এর পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে খেলবে তারা। এর পর যাবে অস্ট্রেলিয়ায় খেলতে। প্রতিটি সিরিজ়‌ই পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ।

Advertisement
আরও পড়ুন