ICC Champions Trophy 2025

ফাইনালে কোহলির চাই ৪৭ রান, তা হলেই গড়বেন নজির, নইলে অধরা থেকে যাবে রেকর্ড

একটি ম্যাচে তিনটি নজির গড়ার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। কত রান করতে হবে তাঁকে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৭:১৫
Virat Kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি। যে রেকর্ড এখন রয়েছে ক্রিস গেলের। রবিবার কোহলি ৪৬ রান করলেই টপকে যাবেন ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটারকে।

Advertisement

ফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলছে ভারত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। রান তাড়া করতে নামবে ভারত। কোহলি রান তাড়া করতে সবসময় ভালবাসেন। এক দিনের ক্রিকেটে বেশির ভাগ রান তিনি পরের ব্যাট করতে নেমেই করেছেন। তাই কোহলির ব্যাট থেকে রবিবার অন্তত ৪৬ রান চাইবেন সমর্থকেরা। ক্যারিবিয়ান ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭টি ম্যাচে ৭৯১ রান করেছেন। কোহলি ১৭ ম্যাচে করেছেন ৭৪৬ রান। রবিবার ৪৬ রান করলেই তিনি টপকে যাবেন গেলকে।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত ২১৭ রান করেছেন কোহলি। রবিবার ১১ রান করলেই টপকে যাবেন দ্বিতীয় স্থানে থাকা বেন ডাকেটকে। তিনি ২২৭ রান করেছেন। শীর্ষে রয়েছেন নিউ জ়িল্যান্ডের রাচিন রবীন্দ্র। রবিবার তিনি ৩৭ রান করেন। রাচিনের মোট রান ২৬৩। তাঁকে টপকাতে হলে কোহলির চাই ৪৭ রান। অর্থাৎ, রবিবার ৪৭ রান করলে দু’টি রেকর্ড গড়ে ফেলবেন তিনি। কিন্তু করতে না পারলে এই রেকর্ড দু’টি কোনও দিনই হয়তো আর গড়তে পারবেন না কোহলি। কারণ পরের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ২০২৯ সালে। চার বছর পর সেই প্রতিযোগিতায় কোহলি খেলবেন কি না তা নিশ্চিত নয়।

এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগও রয়েছে কোহলির কাছে। এক দিনের ক্রিকেটে কোহলি ১৪,১৮০ রান করেছেন। দ্বিতীয় স্থানে থাকা কুমার সঙ্গকারা ১৪,২৩৪ রান করেছেন। তাঁকে টপকাতে হলে কোহলির চাই ৫৫ রান। তা হলেই দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবেন তিনি।

Advertisement
আরও পড়ুন