শুভমন গিল। —ফাইল চিত্র।
রোহিত শর্মা ও বিরাট কোহলির পথেই এগোচ্ছেন শুভমন গিল। সম্প্রতি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন তিনি। আগামী মাসে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের এক দিনের সিরিজ়ে খেলবেন তিনি। তার আগে ঘরোয়া ক্রিকেটে মন শুভমনের।
পঞ্জাবের বিজয় হজারে ট্রফির দলে নাম রয়েছে শুভমনের। সঙ্গে ভারতীয় দলে খেলা আরও দুই ক্রিকেটার অভিষেক শর্মা ও অর্শদীপ সিংহের নামও সেখানে রয়েছে। জাতীয় দলের
এই তিন ক্রিকেটার ছাড়াও প্রভসিমরন সিংহ, নমন ধির, অনমোলপ্রীত সিংহ, রমনদীপ সিংহ, হরপ্রীত ব্রারদের নিয়ে শক্তিশালী দল তৈরি করেছে পঞ্জাব। ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের বিরুদ্ধে বিজয় হজারের প্রথম ম্যাচ খেলবে তারা।
পঞ্জাবের দলে থাকলেও শুভমন, অভিষেক ও অর্শদীপ কতগুলি ম্যাচ খেলবেন তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, ১১ জানুয়ারি থেকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরু ভারতের। এক দিনের দলের অধিনায়ক শুভমন। তিনি সেখানে খেলবেন। এক দিনের সিরিজ়ের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে। সেখানে অভিষেক ও অর্শদীপকে দেখা যাবে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিউ জ়িল্যান্ড সিরিজ়ই ভারতের শেষ প্রস্তুতির মঞ্চ।
বিজয় হজারের গ্রুপ পর্বে পঞ্জাব তাদের সাতটি ম্যাচই খেলবে জয়পুরে। মহারাষ্ট্র ছাড়া ছত্তীসগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, গোয়া ও মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। ৮ জানুয়ারি গ্রুপ পর্ব শেষে। তার তিন দিন পর থেকে শুরু নিউ জ়িল্যান্ড সিরিজ়। তাই সব ম্যাচ না হলেও শুরুর দিকের কয়েকটি ম্যাচ শুভমন খেলবেন, এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে।
এ বার মুম্বইয়ের হয়ে রোহিত ও দিল্লির হয়ে কোহলি বিজয় হজারেতে খেলবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁদের নির্দেশ দিয়েছে, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের দলে জায়গা পাকা করতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই নির্দেশ মেনেই বিজয় হজারেতে নামছেন দুই সিনিয়র ক্রিকেটার। পাশাপাশি ঋষভ পন্থকেও এই প্রতিযোগিতায় দেখা যাবে। তাঁদের পথেই হাঁটছেন শুভমন। তিনিও খেলবেন বিজয় হজারে ট্রফি।
এশিয়া কাপের আগে ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছিল শুভমনকে। কিন্তু ছোট ফরম্যাটে তাঁর ব্যাটে রান নেই। পাশাপাশি লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে পায়ে চোটও পান তিনি। ফলে শেষ ম্যাচ খেলেননি। তার পরই বিশ্বকাপের দলঘোষণার সময় দেখা যায়, শুভমনকে বাদ দেওয়া হয়েছে। নেপথ্য কারণ শুভমনের ফর্ম হলেও বোর্ড যুক্তি দিয়েছে, দলের ভারসাম্য ধরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভমনের বদলে বিশ্বকাপের দলে ঢুকেছেন দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে ব্রাত্য থাকা রিঙ্কু সিংহ। সুযোগ পেয়েছেন ঈশান কিশনও।