India vs England 2025

লর্ডসে হারের পর দিনই ব্রিটেনের রাজার কাছে শুভমনেরা, রাজ-সাক্ষাতে উঠল সিরাজের আউটের প্রসঙ্গ

ভারতের দুই ক্রিকেট দলকে মঙ্গলবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। শুভমন গিল, হরমনপ্রীত কৌরদের সঙ্গে ক্রিকেট নিয়ে নানা কথা বলেছেন রাজা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৯:৪৭
picture of Indian cricket team

(বাঁ দিকে) জসপ্রীত বুমরাহ করমর্দন করছেন রাজা তৃতীয় চার্লসের (ডান দিকে) সঙ্গে। রয়েছেন ঋষভ পন্থ এবং শুভমন গিল। ছবি: রয়টার্স।

বেন স্টোকসদের কাছে ২২ রানে তৃতীয় টেস্ট হারার পরের দিনই ব্রিটেনের রাজ দরবারে শুভমন গিলেরা। সেখানেও উঠল লর্ডস টেস্টে মহম্মদ সিরাজের আউট হওয়ার প্রসঙ্গ। রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন হরমনপ্রীত কৌরেরাও।

Advertisement

রুদ্ধশ্বাস লড়াইয়ে হারের পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। লর্ডসের পিচের উপর বসেই কেঁদে ফেলেন সিরাজ। মরিয়া লড়াইয়ের পরও হার মেনে নিতে পারছিলেন না রবীন্দ্র জাডেজা। ম্যাচের বাগ্‌যুদ্ধ, বিতর্ক, লড়াই ভুলে সিরাজ-জাডেজাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। অধিনায়ক স্টোকস ছাড়াও জো রুট, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্সেরা লড়াইয়ের জন্য তাঁদের প্রশংসা করেন। জয়ের কাছাকাছি পৌঁছেও হারের হতাশা অবশ্য রয়ে গিয়েছে ভারতীয় শিবিরে। তার মধ্যেই মঙ্গলবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করলেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। ছিলেন কোচ গৌতম গম্ভীর-সহ সব সাপোর্ট স্টাফেরাও। শুভমন, জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, ঋষভ পন্থদের আগেই সেন্ট জেমস প্যালেসে পৌঁছে গিয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল।

লর্ডসে শুভমনদের লড়াইয়ের প্রশংসা করেন রাজা তৃতীয় চার্লস। সিরাজের দুর্ভাগ্যজনক আউটের কথাও শোনা গিয়েছে রাজার মুখে। হরমনপ্রীত, স্মৃতি মন্ধানাদের টি-টোয়েন্টি সিরিজ় জয়ের জন্য অভিনন্দন জানান রাজা। ব্রিটেনের রাজার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় দলের ক্রিকেটারেরা। অধিনায়ক শুভমন বলেন, ‘‘রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা দুর্দান্ত। অত্যন্ত উদার্য্য এবং সহৃদয়তার সঙ্গে তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমাদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেছেন। তিনি বলেছেন, লর্ডসে আমাদের শেষ ব্যাটার যে ভাবে আউট হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা বলেছি, ম্যাচের ফল যে কোনও দলের পক্ষেই যেতে পারত। ফলাফলটা আমাদের জন্য দুর্ভাগ্যের। আশা করি, বাকি দু’টি টেস্টে আমরা আরও ভাল খেলব।’’

রাজার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে খুশি মহিলা দলের ক্রিকেটারেরাও। ভারতের দুই দলের সব সদস্যদের সঙ্গে সেন্ট জেমস প্যালেসে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া এবং সহ-সভাপতি রাজীব শুক্ল।

Advertisement
আরও পড়ুন