India vs West Indies 2025

রান আউট হওয়ার জন্য কি শুভমনকেই দায়ী করছেন? দ্বিশতরান হাতছাড়া করে মুখ খুললেন যশস্বী

দ্বিতীয় দিনের শুরু থেকে ভালই খেলছিলেন। দ্বিশতরানের দিকে এগোচ্ছিলেন। হঠাৎই শুভমন গিলের সঙ্গে ভুলবোঝাবুঝিতে রান আউট হয়ে যান। যশস্বীকে দেখে মনে হচ্ছিল, একেবারেই খুশি হতে পারেননি সতীর্থের উপর। সত্যিই কি তাই?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৭:৫৮
cricket

আউট হয়ে ফিরছেন যশস্বী। ছবি: সমাজমাধ্যম।

দ্বিতীয় দিনের শুরু থেকে ভালই খেলছিলেন। এগিয়ে যাচ্ছিলেন দ্বিশতরানের দিকে। হঠাৎই ছন্দপতন। শুভমন গিলের সঙ্গে ভুলবোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন। মাথা চাপড়াতে চাপড়াতে সাজঘরের দিকে ফেরার সময় যশস্বী জয়সওয়ালকে দেখে মনে হচ্ছিল, একেবারেই খুশি হতে পারেননি সতীর্থের উপর। সত্যিই কি তাই? দিনের খেলা শেষের পর তা নিয়ে মুখ খুলেছেন যশস্বী।

Advertisement

ভারতীয় ওপেনার একেবারেই দোষ দিতে চাননি শুভমনকে। তিনি বলেছেন, “এটা তো খেলারই অংশ। তাই কোনও অসুবিধা নেই।” যদিও সেই মুহূর্তে স্টাম্প মাইকে শুভমনের উদ্দেশে যশস্বী বলেছিলেন, রান নেওয়ার ‘কল’ তাঁরই ছিল। তবে খেলা শেষের পর তা আর ধরে রাখতে চাননি তিনি।

টেস্টে দীর্ঘ দিন বাদে বড় শতরান করলেন তিনি। শেষ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বছর নভেম্বরে ১৬১ করেছিলেন যশস্বী। নিজের ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, “আমি সব সময় চেষ্টা করি বেশি সময় খেলার। আমি বিশ্বাস করি, মাঠে নেমে কিছুটা সময় যদি কাটিয়ে দিতে পারি তা হলে অনেক ক্ষণ ব্যাট করার ক্ষমতা রয়েছে। আমি আজ প্রথমে এক ঘণ্টা ব্যাট করার চিন্তা করছিলাম। কারণ তার পর ব্যাটিং সহজ হয়ে যেত।”

যশস্বীর সংযোজন, “আমি সব সময় চিন্তা করি যে কী অর্জন করতে পারি। ব্যক্তিগত এবং দলগত লক্ষ্য অর্জন করাই আমার কাজ। বর্তমানে বাঁচতে ভালবাসি।”

ভারতীয় ওপেনারের মতে, উইকেট এখনও তাজা রয়েছে। তাই তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ়‌কে কম রানে আউট করে দিতে সমস্যা হবে না তাদের। যশস্বী বলেছেন, “পিচ দেখে বেশ ভালই লাগছে। আমরাও ভাল বোলিং করছি। যত দ্রুত সম্ভব ওদের আউট করাই আমাদের লক্ষ্য। কাল নতুন উদ্যমে শুরু করব।”

Advertisement
আরও পড়ুন