India vs South Africa 2025

বিয়ে করবেন, দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের মাঝেই ছুটি চাই! ইডেন টেস্ট শুরুর আগে গম্ভীরের কাছে আর্জি কুলদীপের

নভেম্বরের শেষ দিকে কয়েক দিনের জন্য ছুটির আবেদন জানিয়েছেন কুলদীপ যাদব। কোচ গৌতম গম্ভীরের কাছে আর্জি জানিয়েছেন। সে সময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ় রয়েছে ভারতের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১১:৩৬
picture of cricket

(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং কুলদীপ যাদব (ডান দিকে)। ছবি: পিটিআই।

ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের আগেই ছুটি চেয়ে বসলেন কুলদীপ যাদব। ভারতীয় স্পিনার সরাসরি আবেদন জানিয়েছেন গৌতম গম্ভীরকে। নভেম্বরের শেষ দিকে কুলদীপ ছুটি চেয়েছেন। যদিও তাঁর ছুটি এখনও মঞ্জুর করেননি ভারতীয় দলের কোচ।

Advertisement

কুলদীপের বিয়ে। সেই কারণে কয়েক দিনের জন্য ছুটির আবেদন জানিয়েছেন কুলদীপ। অপারেশন সিঁদুরের জন্য গত আইপিএল নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। আইপিএলের পর কুলদীপের বিয়ের কথা ছিল। প্রায় সব আয়োজনও হয়ে গিয়েছিল। কিন্তু আইপিএল তখনও শেষ না হওয়ায় বিয়ের পরিকল্পনা সে সময় বাতিল করতে বাধ্য হন কুলদীপ। আর দেরি করতে চাইছেন না বাঁহাতি স্পিনার। এ বার তাঁর ছুটি চাই-ই চাই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের পরই বিয়ে সেরে ফেলতে চান। তাই ভারতীয় দলের কোচের কাছে ছুটি চেয়েছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘বিয়ের জন্য কুলদীপ যাদব নভেম্বরের শেষ সপ্তাহে ছুটি চেয়েছে। কবে থেকে ছুটি দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। দলে ওর প্রয়োজনের বিষয়টি খতিয়ে দেখে ম্যানেজমেন্ট জানাবে, কবে থেকে ছুটি পাবে।’’ উল্লেখ্য, কুলদীপ যে সময় ছুটি চেয়েছেন, সে সময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ় রয়েছে ভারতের।

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটিও টেস্ট খেলার সুযোগ পাননি কুলদীপ। তাঁকে শুধু সাদা বলের ক্রিকেটে ব্যবহার করেছিলেন গম্ভীর। প্রায় এক বছর পর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন গত অক্টোবরে। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেও তাঁকে খেলানো হচ্ছে।

Advertisement
আরও পড়ুন