জুটি: আমদাবাদে অধিনায়ক গিল এবং কোচ গম্ভীর। ছবি: পিটিআই।
এশিয়া কাপ জেতার দু’দিনের মধ্যে নতুন অভিযানে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট দল। এ বার সামনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ়। প্রথম টেস্ট ২ অক্টোবর থেকে আমদাবাদে।
মঙ্গলবারই আমদাবাদে অনুশীলনে নেমে পড়ে ভারতীয় দল। ছিলেন কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমন গিল, সহ-অধিনায়ক রবীন্দ্র জাডেজা। প্রথম দিনের অনুশীলনে দেখা যায়নি যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব এবং অক্ষর পটেলকে। আমদাবাদে পৌঁছেই পিচ দেখতে চলে গিয়েছিলেন কোচ গম্ভীর। ভারতীয় দলের অনুশীলন শেষ হওয়ার পরে আরও এক দফা পিচ দেখেন তিনি। পিচে ঘাস থাকবে না ঘূর্ণি পিচ হবে, তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে।
ইংল্যান্ড সফরে টেস্টে দেশকে নেতৃত্ব দিতে নেমেই সফল হয়েছিলেন শুভমন গিল। ব্যাট হাতে যেমন ঝড় তুলেছিলেন, সে রকম নেতৃত্বেও নজর কাড়েন। ভারতের মাঠে এই প্রথম দেশকে নেতৃত্ব দিতে নামবেন গিল। ফলে নজরও তাঁর উপরেই থাকবে। এ দিন অনুশীলনে অনেকটা সময়ই ব্যাট করেছেন গিল। ব্যাট করতে দেখা যায়, কে এল রাহুল, যশস্বী জায়সওয়ালকেও। ছিলেন সাই সুদর্শন, দেবদত্ত পাড়িকলও। এই দু’জনেরই প্রথম টেস্টে খেলার সম্ভাবনা আছে। চোট সারিয়ে উঠতে না পারায় ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে নেই ঋষভ পন্থ। তাঁর জায়গায় খেলবেন ধ্রুব জুরেল।
মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকে প্রায় ৪৫ মিনিট নেটে বল করতে দেখা যায়। যশপ্রীত বুমরা ফিরে আসায় প্রসিদ্ধ সম্ভবত দলে থাকবেন না। কারণ আমদাবাদে ভারত তিন স্পিনারে খেলতে পারে। জাডেজা, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। সকালে নেট প্র্যাক্টিস ছিল ওয়েস্ট ইন্ডিজ়ের। কিন্তু ঘণ্টাখানেক চলার পরেই বৃষ্টি নামে। ওয়েস্ট ইন্ডিজ়কে ইন্ডোরে অনুশলীন করতে হয়।