IPL 2026 auction

আইপিএল নিলামের দিন প্রকাশ্যে, কোন দল কাদের রেখে দিচ্ছে, জানা গেল সেই তালিকা প্রকাশের দিনও

আইপিএল নিয়ে যত না আগ্রহ থাকে, তার থেকে একটু বেশিই আগ্রহ থাকে নিলাম নিয়ে। আগামী বছরের প্রতিযোগিতার জন্য নিলামের সম্ভাব্য দিন জানা গেল। কোন দল কাদের ধরে রাখছে, সেই তালিকা প্রকাশের দিনও জানা গেল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৩:২৯
IPL auction

২০২৪ সালের আইপিএল নিলাম অনুষ্ঠান। —ফাইল চিত্র

আগামী বছরের আইপিএল নিলামের সম্ভাব্য দিন জানা গেল। সম্ভবত এ বছরের ডিসেম্বরের ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে নিলাম হবে। তার আগে ১৫ নভেম্বরের মধ্যে ১০টি দলকে জানাতে হবে, তারা কোন ক্রিকেটারদের রেখে দিচ্ছে।

Advertisement

‘ক্রিকবাজ়’ ওয়েব সাইটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ আইপিএলের নিলাম আগামী ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে। তারা ১৩ থেকে ১৫ ডিসেম্বর সম্ভাব্য দিনের কথা বলেছে। এ বারের নিলাম দেশেই হবে। ২০২৩ সালে দুবাইয়ে এবং ২০২৪ সালে সৌদি আরবের জেড্ডায় নিলাম হয়েছিল।

এ বারের নিলামে দলে সবচেয়ে বেশি পরিবর্তন করার সম্ভাবনা চেন্নাই সুপার কিংসের। তারা গত আইপিএলে পয়েন্ট তালিকায় সকলের নীচে শেষ করেছিল। তারা নিলামের আগে দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, স্যাম কারেন এবং ডেভন কনওয়েকে ছেড়ে দিতে পারে।

এমনিতেই সিএসকে বাড়তি ৯ কোটি ৭৫ লক্ষ টাকা নিয়ে এই নিলামে নামবে। কারণ, রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসর নিয়েছেন। তাঁকে এই টাকাতেই কিনেছিল চেন্নাই।

বেঙ্কটেশ আয়ারকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স কী করে, সেটিও দেখার। গত বছর বড় নিলামে কেকেআর বেঙ্কটেশকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল। কিন্তু তিনি একেবারেই ভাল খেলতে পারেননি। মহম্মদ শামি, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, টি নটরাজন এবং ওয়ানিন্দু হাসরাঙ্গাকেও তাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ছেড়ে দিতে পারে।

আগামী বছরের আইপিএল ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত হওয়ার কথা।

Advertisement
আরও পড়ুন