ICC Test Ranking

টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান হারাতে পারেন বুমরাহ, ঘাড়ে নিঃশ্বাস দুই বোলারের

টেস্ট বোলারদের ক্রমতালিকায় এখনও শীর্ষ স্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরাহ। তবে দু’জন ক্রমতালিকায় এগিয়ে এসে তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। আগামী অগস্টের আগে ভারতের টেস্ট না থাকায় জায়গা হারাতে পারেন বুমরাহ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৮
picture of cricket

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

টেস্ট ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরাহ। তবে ভারতীয় দলের সূচিতে আগামী কয়েক মাস টেস্ট না থাকায় এক নম্বর জায়গা হারাতে পারেন তিনি। অস্ট্রেলিয়ার এক জোরে বোলার এবং পাকিস্তানের এক স্পিনার ক্রমতালিকায় বুমরাহের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বুধবার টেস্ট বোলারদের যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে এক নম্বরেই রয়েছেন বুমরাহ। তাঁর রেটিং ৮৭৯। যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মিচেল স্টার্ক এবং নোমান আলি। স্টার্ক ক্রমতালিকায় এক ধাপ এগিয়েছেন। নোমান এগিয়েছেন দু’ধাপ। দু’জনেরই রেটিং ৮৪৩। দু’ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গিয়েছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কের রেটিং ৮৪১। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন নিউ জ়িল্যান্ডের ম্যাট হেনরি। তাঁর রেটিং ৮৩৬।

অ্যাশেজ় সিরিজ়ে ভাল ফর্মে রয়েছেন স্টার্ক। প্রথম চারটি টেস্টে তিনি ২৬টি উইকেট নিয়েছেন। অন্য দিকে নোমান পাকিস্তানের হয়ে চারটি টেস্ট খেলে ৩০টি উইকেট নিয়েছেন ২০২৫ সালে। অন্য দিকে, আগামী অগস্টের আগে টেস্ট খেলার সুযোগ নেই বুমরাহের। তার আগে অ্যাশেজ়ের পঞ্চম টেস্ট খেলার সুযোগ পাবেন স্টার্ক। বাংলাদেশ এব‌ং ওয়েস্ট ইন্ডিজ়ের সঙ্গে সিরিজ় রয়েছে পাকিস্তানের। স্বাভাবিক ভাবেই রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে স্টার্ক এবং নোমানের সামনে। বুমরাহের সঙ্গে এখন তাঁদের পার্থক্য ৩৬ রেটিংয়ের। শীর্ষ স্থান হারানোর সম্ভাবনা রয়েছে বুমরাহের।

টেস্ট বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০-এ বুমরাহ ছাড়া আর কোনও ভারতীয় নেই। ৭০৭ রেটিং নিয়ে বুমরাহ রয়েছেন ১২ নম্বরে। ৬৯৮ রেটিং নিয়ে ১৩ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ৬৯৪ রেটিং নিয়ে ১৫ নম্বরে রয়েছেন কুলদীপ যাদব। তিনি এক ধাপ পিছিয়ে গিয়েছেন।

Advertisement
আরও পড়ুন