KKR VS CSK in IPL 2025

চেন্নাইয়ের মাঠে অধিনায়ক ধোনির বিরুদ্ধে লড়াই! শুক্রবার কেকেআর নেতা রাহানের অগ্নিপরীক্ষা

শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে কঠিন পরীক্ষা দিতে হবে অজিঙ্ক রাহানেকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১০:০০
cricket

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে যখন অজিঙ্ক রাহানে টস করতে নামবেন, তখন হয়তো নিজের মনের কথাই শুনতে পাবেন না তিনি। কারণ, উল্টো দিকে রুতুরাজ গায়কোয়াড়ের বদলে থাকবেন মহেন্দ্র সিংহ ধোনি। বৃহস্পতিবারই রুতুরাজের বদলে ধোনিকে আবার অধিনায়ক করেছে চেন্নাই সুপার কিংস। অর্থাৎ, অধিনায়ক ধোনির বিরুদ্ধে লড়তে হবে কলকাতা নাইট রাইডার্সকে। আগের ম্যাচে ঘরের মাঠে হেরেছে কেকেআর। তাই পরিস্থিতি আরও কঠিন রাহানের কাছে। অগ্নিপরীক্ষা দিতে হবে কেকেআরের অধিনায়ককে।

Advertisement

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সমালোচিত হয়েছে রাহানের অধিনায়কত্ব। দল নির্বাচনে ভুল করেছেন। মইন আলির বদলে স্পেনসার জনসনকে খেলিয়ে কোনও লাভ হয়নি। বল করার সময় পরিকল্পনার অভাব স্পষ্ট ছিল। লখনউয়ের উইকেট পড়ছে না দেখেও আন্দ্রে রাসেলকে বল দেননি তিনি। কোনও বিকল্প পরিকল্পনা ছিল না রাহানের। আবার রান তাড়া করার সময় যখন তিনি ও বেঙ্কটেশ আয়ার আউট হয়ে গিয়েছেন, তখনও রিঙ্কু সিংহকে নামানো হয়নি। শেষ দিকে নেমে অনেক চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি রিঙ্কু। আরও কয়েকটি বল বেশি খেললে হয়তো আগের ম্যাচ জিতে চেন্নাইয়ে যেত কেকেআর। তাই শুক্রবার রাহানের দিকে সকলের নজর থাকবে।

এই মরসুমে চেন্নাইয়ের অবস্থা কেকেআরের থেকেও খারাপ। প্রথম ম্যাচে মুম্বইকে হারানোর পর বেঙ্গালুরু, রাজস্থান, দিল্লি ও পঞ্জাবের কাছে হেরেছে তারা। দলের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিছু ভাল হচ্ছে না। বিদেশিরাও নজর কাড়তে পারছেন না। ফলে কলকাতার কাছে সুযোগ রয়েছে চেন্নাইকে হারানোর। ধোনিদের হারাতে পারলেই দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। সেটাই চাইছেন রাহানেরা।

চেন্নাইয়ের মাঠে সুবিধা পেতে পারে কেকেআর। তাদের প্রধান শক্তি স্পিন। সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও মইন আলির মতো স্পিনার রয়েছে দলে। চেন্নাই বরুণের ঘরের মাঠ। ফলে এই স্পিন আক্রমণ চেন্নাইকে সমস্যায় ফেলতে পারে। তবে তার জন্য নিজেদের সেরা খেলা খেলতে হবে কেকেআরকে। দলের বেশ কয়েক জনকে নিয়ে প্রশ্ন উঠছে। ওপেনার কুইন্টন ডি’কক একটি ম্যাচ ছাড়া বাকি ম্যাচে রান পাননি। নারাইন আগের বছরের ছায়ামাত্র। রাহানে ও বেঙ্কটেশ রান করলেও রমনদীপ সিংহ ও আন্দ্রে রাসেলের ব্যাটিং দলের বড় চিন্তা। এই দুই ব্যাটার একদম ছন্দে নেই। ফলে রিঙ্কুর উপর বেশি চাপ পড়ে যাচ্ছে। বোলারেরাও রান দিচ্ছেন। হর্ষিত রানা, বৈভব অরোরাদেরও জবাব দিতে হবে চেন্নাইয়ের মাঠে।

বর্তমান পরিস্থিতিতে কেকেআরের পাল্লা ভারী থাকলেও চেন্নাইয়ের বিরুদ্ধে তাদের পরিসংখ্যান খুব খারাপ। আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি২০ মিলিয়ে দু’দল মোট ৩২ বার মুখোমুখি হয়েছে। চেন্নাই জিতেছে ২০ বার। কেকেআর ১১ বার। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। চেন্নাইয়ের মাঠে ১১টি ম্যাচ খেলে কেকেআর মাত্র তিনটি জিতেছে। গত বছরও চেন্নাইয়ের মাঠে গিয়ে হেরেছে কেকেআর। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, চেন্নাইয়ের বিরুদ্ধে পিছিয়েই থাকে কেকেআর। পাশাপাশি এ বার ধোনি অধিনায়কত্ব করবেন। রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন ও নুর আহমেদের মতো অস্ত্র তাঁর কাছেও আছে। ঘূর্ণি উইকেটে স্পিনারদের ব্যবহার ধোনির থেকে ভাল কেউ করতে পারেন না। ফলে কলকাতার লড়াই আরও কঠিন।

এ বারের আইপিএলে কেকেআর একটি করে ম্যাচ হারছে, একটি করে জিতছে। প্রথম পাঁচটি ম্যাচে তাই দেখা গিয়েছে। সেই ধারা বজায় থাকলে শুক্রবার ধোনিদের বিরুদ্ধে জেতা উচিত কেকেআরের। তবে চেন্নাইও খোঁচা খাওয়া বাঘ। থাবা মারার চেষ্টা তারা করবে। পাশাপাশি শুক্রবার চেন্নাইয়ের মাঠে অধিনায়ক ধোনির জন্য দর্শকের যে উন্মাদনা থাকবে সেই চাপও সামলাতে হবে রাহানেদের।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement
আরও পড়ুন