Ajinkya Rahane Injury in IPL 2025

রাহানের চোট কতটা গুরুতর? বাকি আইপিএলে কি খেলতে পারবেন কেকেআর অধিনায়ক

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আঙুলে চোট পেয়েছেন অজিঙ্ক রাহানে। তাঁর চোট কতটা গুরুতর? বাকি আইপিএলে পাওয়া যাবে তো কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১২:১০
cricket

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তার মাঝেই চিন্তা বাড়িয়েছে অজিঙ্ক রাহানের চোট। ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন রাহানে। তাঁর চোট কতটা গুরুতর? বাকি আইপিএলে পাওয়া যাবে তো কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে?

Advertisement

জানা গিয়েছে, রাহানের চোট খতিয়ে দেখবেন কেকেআরের চিকিৎসকেরা। তার পরেই তাঁরা সিদ্ধান্ত নেবেন যে আবার কবে মাঠে নামবেন তিনি। কলকাতার পরবর্তী ম্যাচ রবিবার। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে তারা। অর্থাৎ, হাতে চার দিন সময় রয়েছে। তার মাঝে রাহানে সুস্থ হয়ে উঠবেন বলে আশা চিকিৎসকদের।

মঙ্গলবার খেলা শেষেও রাহানে চোট নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “চোট খুব গুরুতর নয়। ঠিক হয়ে যাবে। দ্রুত সুস্থ হয়ে উঠব।” অধিনায়ক হওয়ার পাশাপাশি ব্যাটার রাহানেকেও দরকার কেকেআরের। এ বারের আইপিএলে কলকাতার সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তিনি। ফলে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে রাহানের ব্যাটে রান দরকার কলকাতার।

দিল্লির বিরুদ্ধে ফিল্ডিং করার সময় ১১তম ওভারের প্রথম বলে চোট পান রাহানে। তিনি কভারে দাঁড়িয়েছিলেন। দিল্লির ফাফ ডু’প্লেসির একটি জোরালো শট ধরার চেষ্টা করেন তিনি। বল লাগে ডান হাতের আঙুলে। তার পরেই দেখা যায়, রাহানে আঙুল ধরে বসে রয়েছেন। মাঠে দৌড়ে যান ফিজিয়ো। রাহানের চোট খতিয়ে দেখে তাঁকে উঠে যাওয়ার পরামর্শ দেন তিনি।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ম্যাচের বাকিটা মাঠে ছিলেন না রাহানে। তাঁর বদলে সুনীল নারাইন কলকাতার অধিনায়কত্ব করেন। ডাগ আউটে বসে দলের জয় দেখেন রাহানে। আঙুলের চোটে যন্ত্রণা পেলেও তাঁর চোখমুখে জয়ের আনন্দ দেখা যাচ্ছিল। এখন দেখার, রাহানে আবার কবে অনুশীলন শুরু করেন।

Advertisement
আরও পড়ুন