IPL 2025

বাংলার ছুটি, ‘কলকাতা’র নয়! পঞ্জাবের মুখোমুখি হওয়ার আগে নববর্ষের মিষ্টিমুখ কেকেআরে

নববর্ষের দিন পঞ্জাব কিংসের মুখোমুখি কেকেআর। প্রতিপক্ষ দলের অধিনায়ক কলকাতার ‘বিতাড়িত’ শ্রেয়স আয়ার। গত বার শ্রেয়সের নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৭:২৪
picture of KKR

নববর্ষের মধ্যাহ্নভোজে কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।। —ছবি: সমাজমাধ্যম থেকে।

বাংলায় নববর্ষের ছুটি। রাজ্য জুড়ে উৎসবের আমেজ। কলকাতার অবশ্য ছুটি নেই। সন্ধ্যায় মুল্লানপুরের ২২ গজে পঞ্জাব কিংসের মুখোমুখি হবেন অজিঙ্ক রাহানেরা। তার আগে বাংলা নতুন বছরকে বরণ করে নিল কলকাতা নাইট রাইডার্স। বেগনি পাঞ্জাবি আর সাদা পাজামায় সেজেছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং ক্রিকেটারেরা।

Advertisement

রসগোল্লা ছাড়া কি বাঙালি নতুন বছরকে স্বাগত জানাতে পারে? না। নতুন বছরের সকালে নাইটেরা মিষ্টিমুখ করলেন বাংলার বিখ্যাত রসগোল্লা দিয়ে। হোটেলের সবুজ গালিচায় আয়োজন করা হয়েছিল ছোট্ট অনুষ্ঠানের। কেকেআর কর্তৃপক্ষের তরফে সকলের হাতে তুলে দেওয়া হয় পাঞ্জাবি-পাজামা। নতুন পোশাকে সেজে পণ্ডিত ছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলিং কোচ ভরত অরুণ এবং ক্রিকেটারেরা। মাটির পাত্রে রসগোল্লা নিয়ে আসেন অভিনেত্রী তৃণা সাহা। খেলোয়াড়সুলভ ডায়েটের কথা ভুলে সকলেই মুখে পুরলেন রসগোল্লা। পরে মধ্যাহ্নভোজেও ছিল বা‌ঙালি খাবারের এলাহি আয়োজন।

মিষ্টিমুখ করানোর আগে সকলকে একটি শর্ত দেন তৃণা। বাংলায় কথা বলতে হবে সকলকে। হাসিমুখে তা মেনে নেন সবাই। পণ্ডিত বলেন, ‘‘বল মারব এখানে, পড়বে গ্যালারির মাঝখানে।’’ অরুণ বলেন, ‘‘চ্যালেঞ্জ নিবি না কেকেআরের সাথে।’’ শেষে তৃণা বলেন, ‘‘খেলা এখনও বাকি আছে।’’ আইপিএলের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে কেকেআর। প্লে-অফে পৌঁছোতে হলে প্রথম চারের মধ্যে থাকতে হবে গত বারের আইপিএল চ্যাম্পিয়নদের।

মঙ্গলবারই পঞ্জাব কিংসের মুখোমুখি হবে কেকেআর। প্রতিপক্ষ দলের অধিনায়ক কলকাতার ‘বিতাড়িত’ শ্রেয়স আয়ার। গত বার শ্রেয়সের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। অথচ কেকেআর কর্তৃপক্ষ তাঁকে ধরে রাখার তেমন চেষ্টাই করেননি। নববর্ষের দিনই মর্যাদার লড়াইয়ে নামতে হবে কেকেআরকে।

Advertisement
আরও পড়ুন