Asia Cup 2025

৪১ রানে জয় ভারতের, এশিয়া কাপের ফাইনালে সূর্যকুমারেরা, বাংলাদেশ ১২৭ রানে অল আউট

এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের দ্বিতীয় প্রতিপক্ষ বাংলাদেশ। লিটন দাসদের হারিয়ে প্রতিযোগিতার ফাইনাল খেলা নিশ্চিত করাই লক্ষ্য সূর্যকুমার যাদবদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৫
সহজ জয় ভারতের।

সহজ জয় ভারতের। ছবি: এক্স।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৪ key status

ফাইনালে ভারত

১৯.৩ ওভারে ১২৭ রানে অল আউট বাংলাদেশ। মুস্তাফিজুরকে (৬) আউট করলেন তিলক। সুপার ফোর পর্বে টানা দু’টি ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩০ key status

১৯ ওভারে বাংলাদেশ ১২৬/৯

ব্যাট করছেন নাসুম (৩) এবং মুস্তাফিজুর (৬)। বাকি ৬ বলে বাংলাদেশের চাই ৪৩ রান।

Advertisement
timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৪ key status

১৮ ওভারে বাংলাদেশ ১১৬/৯

বাংলাদেশের হার সময়ের অপেক্ষা। ব্যাট করছেন নাসুম (২) এবং মুস্তাফিজুর (শূন্য)।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২২ key status

শেষ সইফের লড়াই

বুমরাহকে মারতে গিয়ে লং অফে অক্ষরের হাতে ধরা পড়লেন সইফ (৬৯)। বাংলাদেশ ১১৬/৯।

Advertisement
timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৯ key status

পারবে বাংলাদেশ?

জিততে হলে প্রতি বলে ৩ রান তুলতে হবে বাংলাদেশকে। হাতে রয়েছে ২ উইকেট। জয় ছিনিয়ে নিতে পারবে বাংলাদেশ? নাকি এশিয়া কাপের ফাইনালে চলে যাবেন সূর্যকুমারেরা?

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৭ key status

হ্যাটট্রিকের সামনে কুলদীপ

রিশাদ (২), তানজিমকে (শূন্য) পর পর ২ বলে আউট করেছেন কুলদীপ।

Advertisement
timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১২ key status

১৬ ওভারে বাংলাদেশ ১১২/৬

ব্যাট করছেন সইফ (৬৭) এবং রিশাদ (২)। জয়ের জন্য ২৪ বলে ৫৭ রান চাই বাংলাদেশের।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১১ key status

আউট সইফুদ্দিন

বরুণের বলে তিলকের হাতে ক্যাচ দিয়ে আউট সইফুদ্দিন (৪)। বাংলাদেশ ১০৯/৬।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৭ key status

৩০ বলে বাংলাদেশের চাই ৬১ রান

ওভার প্রতি ১২.২০ রান তুলতে হবে বাংলাদেশকে। হাতে রয়েছে ৫ উইকেট। ২২ গজে শেষ স্বীকৃত ব্যাটিং জুটি। বাংলাদেশ কি পারবে জয় ছিনিয়ে নিতে? আলোচনা আনন্দবাজার ডট কম-এর দফতরে।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৪ key status

১৪ ওভারে বাংলাদেশ ১০২/৫

ব্যাট করছেন সইফ (৬৩) এবং সইফুদ্দিন (১)।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০২ key status

একা লড়ছেন সইফ

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে একা লড়ছেন সইফ। ৩৬ বলে ৫৫ রান করেছেন। আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করছেন। ভারতীয় শিবিরে পাল্টা লড়াই পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ২২ গজের অন্য প্রান্ত থেকে সাহায্য পাচ্ছেন না।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০০ key status

আউট জাকের

রান আউট হলেন জাকের (৪)। সূর্যকুমারের থ্রো সরাসরি উইকেট ভেঙে দিল। ঝাঁপিয়েও উইকেট বাঁচাতে পারলেন না বাংলাদেশের অধিনায়ক। বাংলাদেশ ৮৭/৫।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৬ key status

১২ ওভারে বাংলাদেশ ৮৫/৪

ব্যাট করছেন সইফ (৪৮) এবং জাকের (৩)। জয়ের জন্য ৪৮ বলে ৮৪ রান করতে হবে বাংলাদেশকে।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫২ key status

আউট শামিম

শামিমকে (শূন্য) বোল্ড করলেন বরুণ। বাংলাদেশ ৭৪/৪।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫০ key status

১০ ওভারে বাংলাদেশ ৬৫/৩

ব্যাট করছেন সইফ (৩১) এবং শামিম (শূন্য)। জয়ের জন্য ৬০ বলে ১০৪ রান করতে হবে বাংলাদেশকে। ভারতকে কি হারাতে পারবে বাংলাদেশ? ১০ ওভারের পর সুবিধাজনক জায়গায় সূর্যেরাই।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৬ key status

আউট হৃদয়

অক্ষরকে ছক্কা মারতে গিয়ে অভিষেকের হাতে ধরা পড়লেন হৃদয় (৭)। বাংলাদেশ ৬৫/৩।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪০ key status

৮ ওভারে বাংলাদেশ ৫৩/২

ব্যাট করছেন সইফ (২২) এবং হৃদয় (৪)।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৫ key status

আউট ইমন

কুলদীপকে মারতে গিয়ে অভিষেকের হাতে ক্যাচ দিয়ে আউট ইমন (২১)। বাংলাদেশ ৪৬/২।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩২ key status

৬ ওভারে বাংলাদেশ ৪৪/১

পাওয়ার প্লে শেষ। ব্যাট করছেন সইফ (১৯) এবং ইমন (১৯)।

timer শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৭ key status

রান তোলার গতি বাড়াচ্ছে বাংলাদেশ

বরুণের প্রথম ২ বলেই চার মারলেন ইমন। দ্রুত রান তুলতে চাইছেন বাংলাদেশের ব্যাটারেরা। পাওয়ার প্লে-তে কত রান করবে বাংলাদেশ। আনন্দবাজার ডট কম-এর দফতরে শুরু আলোচনা। ৪৫ না ৫০? 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন