India vs South Africa 3rd T20I Live

ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত, কেমন হল ম্যাচ?

টি-টোয়েন্টি সিরিজ়ে কটকে প্রথম ম্যাচ জিতলেও মুল্লানপুরে হেরে গিয়েছে ভারত। ধর্মশালায় জিতে ২-১ এগোলো ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২২:১৮
cricket

ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২২:১৭ key status

জিতে গেল ভারত

বার্টম্যানকে পর পর ছয় এবং চার মেরে ভারতকে জিতিয়ে দিলেন দুবে। ৭ উইকেটে জিতে সিরিজ়ে এগিয়ে গেল ভারত।

timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২১:৫৮ key status

আউট শুভমন

ধীরগতিতে খেলতে গিয়ে আউট শুভমন। জানসেনের বলে বোল্ড হলেন। ২৮ বলে ২৮ রান করলেন তিনি।

Advertisement
timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২১:২৩ key status

আউট অভিষেক

তুলে খেলতে গিয়ে আউট অভিষেক। অনেকটা পিছন দিকে দৌড়ে খুব ভাল ক্যাচ ধরলেন মার্করাম। ৩৫ রানে আউট অভিষেক।

ভারত ৬০-১।

timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২১:১২ key status

চালিয়ে খেলছেন দুই ওপেনারেরা

তিন ওভারেই উঠে গিয়েছে ৪২ রান। ক্রিজ়ে অভিষেক ২২ এবং শুভমন ১৫ রানে।

Advertisement
timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২১:০৬ key status

আউট হতে হতে বাঁচলেন শুভমন গিল

জানসেনের বল শুভমনের প্যাডে লাগার সঙ্গে সঙ্গে আউট দেন আম্পায়ার। রিভিউ নেন শুভমন। দেখা যায় বল প্যাডে লাগার আগে তাঁর ব্যাটে লেগেছে। ফলে বেঁচে যান তিনি। 

timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২১:০০ key status

আক্রমণাত্মক শুরু অভিষেক শর্মার

লুঙ্গি এনগিডির প্রথম বলেই ছক্কা মেরেছেন অভিষেক। তৃতীয় বলে মেরেছেন চার। চতুর্থ বলে আবার চার মেরেছেন ভারতীয় ওপেনার। প্রথম ওভারেই এসেছে ১৬ রান। আক্রমণাত্মক ব্যাট করছেন অভিষেক। 

Advertisement
timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:৪৩ key status

দক্ষিণ আফ্রিকা শেষ ১১৭-য়

শেষ ওভারে দু’টি উইকেট নিলেন কুলদীপ। ১১৭ রানে শেষ হল দক্ষিণ আফ্রিকার ইনিংস।

timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:৩১ key status

মার্করামের অর্ধশতরান

বাকি ব্যাটারেরা যখন ব্যর্থ তখন একাই কুম্ভহয়ে লড়ছেন মার্করাম। হর্ষিতকে ছয় মেরে পঞ্চাশ পেরোলেন তিনি।

timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:২০ key status

আউট জানসেন

একই কায়দায় জানসেনকে আউট করলেন বরুণ। অফস্পিনারের বল বুঝতে না পেরে ফিরলেন জানসেন।

timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:১১ key status

আউট দোনোভান

দোনোভানকে বোকা বানিয়ে আউট করলেন বরুণ। সুইপ করতে গিয়েছিলেন দোনোভান। বল ঠেকাতেই পারেননি। তা ভেঙে দিল স্টাম্প।

timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:০৭ key status

সহজ ক্যাচ ফেললেন অর্শদীপ

দুবের বলে লং অনে শট মেরেছিলেন দোনোভান। দৌড়ে এলেও সহজ ক্যাচ ফেলে দিলেন অর্শদীপ।

timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৭ key status

আউট বশ

নিজের প্রথম বলেই উইকেট নিলেন শিবম দুবে। ফিরলেন বশ (৯)।

timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩ key status

আউট স্টাবস

এসেই উইকেট নিলেন হার্দিক। তাঁর বলে কিপারে হাতে খোঁচা দিয়ে ফিরলেন স্টাবস (৯)। 

timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৯ key status

পাওয়ার প্লে-তে দক্ষিণ আফ্রিকা চাপে

প্রথম ৬ ওভারে মাত্র ২৫ রান তুলেছে প্রোটিয়ারা। হারিয়েছে ৩ উইকেট।

timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৯:২৪ key status

আউট ব্রেভিস

অফস্টাম্পের বাইরে হর্ষিতের বল কভার অঞ্চল দিয়ে খেলতে গিয়েছিলেন ব্রেভিস। ব্যাটে লেগে বল লেগ স্টাম্প ভেঙে দিল। 

timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ key status

আউট ডি কক

দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই আউট ডি কক। হর্ষিতের বল লাগে তাঁর প্যাডে। আম্পায়ার আউট দিয়েছিলেন। রিভিউ নিয়েও সেই সিদ্ধান্তই বজায় থাকল।

timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৯:০৬ key status

আউট হেনড্রিক্স

অর্শদীপ বল লেগেছিল হেনড্রিক্সের প্যাডে। আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে সফল অর্শদীপ।

timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৬ key status

সূর্য কী বললেন?

ভারতের অধিনায়ক জানালেন, পরের দিকে শিশির পড়বে বলেই তাঁরা আগে বোলিং নিয়েছেন। 

timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫ key status

ভারতের দলে দুই বদল

বাদ গেলেন জসপ্রীত বুমরাহ এবং অক্ষর পটেল। দলে এলেন গম্ভীরের প্রিয় হর্ষিত রানা এবং কুলদীপ যাদব।

timer শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৩২ key status

টস জিতলেন সূর্যকুমার

ধর্মশালাতেও টস জিতলেন সূর্যকুমার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে বল করবে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন