India vs South Africa 2025

৪ উইকেট জাডেজার, দ্বিতীয় দিনের শেষে ভারতের থেকে ৬৩ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

ইডেনে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। সমস্যায় দু’দলের ব্যাটারেরাই। প্রশ্ন উঠছে পিচের মান নিয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৮:২৮
কুলদীপ যাদব।

কুলদীপ যাদব। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৬:৩৭ key status

দ্বিতীয় দিনের খেলা শেষ

খারাপ আলোর জন্য নির্ধারিত ৪.৩০ মিনিটের ৪ মিনিট আগে খেলা বন্ধ করে দিলেন আম্পায়ারেরা। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের রান ৭ উইকেটে ৯৩। ৬৩ রানে এগিয়ে রয়েছেন বাভুমারা।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৫:৫৬ key status

আউট ভেরেন

অক্ষরের বলে সুইপ করতে গিয়েছিলেন ভেরেন। বল আসে অনেকটা নিচু হয়ে। ব্যাটের তলা দিয়ে গিয়ে তা উইকেট ভেঙে দিল।

দক্ষিণ আফ্রিকা ৭৫-৬।

Advertisement
timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৫:৪০ key status

জাডেজার ৪ উইকেট

জাডেজার বল বুঝতে পারছেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা। স্টাবসকে (৫) বোল্ড করে ৪ উইকেট তুলে নিলেন। দক্ষিণ আফ্রিকা ৬০/৫। ৩০ রানে পিছিয়ে ভারত।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৫:১১ key status

আউট জোরজি

জাডেজার বলে জুরেলের হাতে ক্যাচ দিয়ে আউট জোরজি (২)। দক্ষিণ আফ্রিকা ৪০/৪।

Advertisement
timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৫:০৯ key status

আউট মুলডার

জাডেজার বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট মুলডার (১১)। দক্ষিণ আফ্রিকা ৩৮/৩।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৪:৩৯ key status

আউট মার্করাম

জাডেজার বলে জুরেলের হাতে ক্যাচ দিয়ে আউট মার্করাম (৪)। দক্ষিণ আফ্রিকা ২৫/২। এখনও ৫ রানে এগিয়ে ভারত।

Advertisement
timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৪:১৪ key status

আউট রিকেলটন

কুলদীপের বলে এলবিডব্লিউ রিকেলটন (১১)। দক্ষিণ আফ্রিকা ১৮/১। দ্বিতীয় দিনের চা বিরতিতে ভারত এগিয়ে ১২ রানে।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৪:০৭ key status

বাঁচলেন রিকেলটন

বুমরাহের একটি বলে বড় চোট লাগতে পারত রিকেলটনের। বল হঠাৎ লাফিয়ে ওঠে। বাই চার হলেও প্রশ্নের মুখে ইডেনের ২২ গজ। পিচের অসমান বাউন্স দেখে বিরক্ত অনিল কুম্বলে, চেতেশ্বর পুজারারা।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৩:৪৮ key status

ব্যাট করতে নামল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শুরু। ওপেন করছেন রিকেলটন এবং মার্করাম।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৩:৩৬ key status

আউট অক্ষর, শেষ ভারতের ইনিংস

হারমারের বলে জানসেনের হাতে ক্যাচ দিয়ে আউট অক্ষর (১৬)। ভারতের প্রথম ইনিংস শেষ ১৮৯ রানে। প্রথম ইনিংসে ৩০ রানে লিড নিল ভারত। ব্যাট করতে পারলেন না শুভমন। ৩০ রানে ৪ উইকেট হারমারের।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৩:২৩ key status

আউট সিরাজ

জানসেনের বলে বোল্ড সিরাজ (১)। ভারত ১৮৭/৮। প্রথম ইনিংসে ২৮ রানে এগিয়ে শুভমনেরা।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৩:০২ key status

আউট কুলদীপ

জানসেনের বলে ভেরেনের হাতে ক্যাচ দিয়ে আউট কুলদীপ (১)। ১৭২ রানে ৭ উইকেট হারিয়ে আরও চাপে ভারতীয় শিবির।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১২:৫৬ key status

শুভমনকে ঘিরে উদ্বেগ

প্রথম ইনিংসে শুভমনের ব্যাট করতে নামার সম্ভাবনা কম। তাঁর ঘাড়ের সমস্যা এখনও রয়েছে। সাজঘরে প্যাড পরে ব্যাট করতে নামার জন্য তৈরি সিরাজ। শুভমনের নামার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১২:৫৫ key status

আউট জাডেজা

হারমারের বলে এলবিডব্লিউ জাডেজা (২৭)। প্রথম ইনিংসে লিড নিয়েও ইডেনে চাপে ভারত। ব্যাট করতে নামলেন কুলদীপ। ভারত ১৭১/৬।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১২:২৮ key status

আউট জুরেল

হারমারের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট হলেন জুরেল (১৪)। ভারত ১৫৩/৫। এখনও নামতে পারলেন না শুভমন। ২২ গজে এসেছেন অক্ষর।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১১:৩৮ key status

প্রথম ২ ঘণ্টায় ১০১ রান

শনিবার প্রথম ২ ঘণ্টায় ১০১ রান তুলল ভারত। তবে ইডেনে শুভমনদের ৩ উইকেট তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকাও। ভারতীয়দের সমস্যায় ফেলছেন দুই স্পিনার হারমার এবং মহারাজ। হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করছেন দর্শকেরা।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১১:২৮ key status

আউট পন্থ

বশের বলে ভেরেনের হাতে ক্যাচ দিয়ে আউট পন্থ (২৭)। আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে আউট হলেন। ভারত ১৩২/৪।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১১:১০ key status

আউট রাহুল

মহারাজের বলে স্লিপে মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট রাহুল (৩৯)। ভারত ১০৯/৩।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১০:৫১ key status

চোট পেয়ে মাঠ ছাড়লেন শুভমন

হারমারের বলে চার মারার পরই মাঠ ছাড়লেন শুভমন। শট মারতে গিয়ে ঘাড়ের পেশিতে টান লেগেছে তাঁর। ভারতীয় দলের ফিজিয়ো মাঠে আসেন। শুভমন স্বস্তি বোধ না করায় উঠে গিয়েছেন। ব্যাট করতে নেমেছেন পন্থ।

timer শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১০:৪০ key status

আউট ওয়াশিংটন

হারমারের বলে স্লিপে মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট ওয়াশিংটন (২৯)। ভারত ৭৫/২।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন