ছবি: বিসিসিআই।
শেষ পঞ্জাবের ইনিংস। ৬ রানে আইপিএল ফাইনাল জিতে প্রথম বার চ্যাম্পিয়ন হল বেঙ্গালুরু।
ব্যাট করছেন শশাঙ্ক (৩৯) এবং জেমিসন (শূন্য)।
যশের বলে আউট ওমরজ়াই (১)। পঞ্জাব ১৪৫/৭।
ভুবনেশ্বর এক ওভারে ২ উইকেট নিলেন। আউট স্টোইনিস (৬)। পঞ্জাব ১৪২/৬।
ভুবনেশ্বরের বলে ক্রুণালের হাতে ক্যাচ দিয়ে আউট নেহাল (১৫)। পঞ্জাব ১৩৬/৫।
ব্যাট করছেন নেহাল (১৫) এবং শশাঙ্ক (২২)।
ব্য়াট করছেন নেহাল (৬) এবং শশাঙ্ক (৩)।
ব্যাট করছেন নেহাল (৩) এবং শশাঙ্ক (২)।
ক্রুণালের বলে লং অনে লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে আউট ইংলিস (৩৯)। পঞ্জাব ৯৮/৪।
শেফার্ডের বলে কট বিহাইন্ড শ্রেয়স (১)। পঞ্জাব ৭৯/৩।
ক্রুণালের বলে ভুবনেশ্বরের হাতে ক্যাচ দিয়ে আউট প্রভসিমরন (২৬)। পঞ্জাব ৭২/২।
ব্যাট করছেন প্রভসিমরন (২৫) এবং ইংলিশ (১৬)।
ভাল শুরু করেও পাওয়ার প্লেতে প্রত্যাশিত রান তুলতে পারল না পঞ্জাব। ব্যাট করছেন প্রভসিমরন (১৫) এবং ইংলিশ (৮)।
হেজ়লউডের বলে আউট প্রিয়াংশ (২৪)। পঞ্জাব ৪৩/১।
ব্যাট করছেন প্রভসিমরন (১৩) এবং প্রিয়াংশ (১৫)।
প্রভসিমরনের সহজ ক্যাচ ফেলে দিলেন রোমারিয়ো শেফার্ড। হেজ়লউডকে পুল করেছিলেন তিনি। ফাইন লেগে ক্যাচ ফস্কালেন শেফার্ড।
আইপিএল ফাইনালে ১৯০ রানে শেষ হল কোহলিদের ইনিংস। জয়ের জন্য শ্রেয়সদের চাই ১৯১ রান। শেষ ওভারে ৩ উইকেট নিলেন অর্শদীপ।
অর্শদীপের বলে শ্রেয়সের হাতে ক্যাচ দিয়ে আউট ক্রুণাল (৪)। বেঙ্গালুরু ১৮৯/৯।
অর্শদীপের বলে এলবিডব্লিউ শেফার্ড (১৭)। বেঙ্গালুরু ১৮৮/৭।
ব্যাট করছেন ক্রণাল (১) এবং শেফার্ড (৫)।