Delhi Premier League

৬ জুলাই নিলামে উঠবেন পন্থ! আরও একটি টি-টোয়েন্টি লিগে খেলতে পারেন লখনউয়ের ২৬ কোটির ক্রিকেটার

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের পর আরও একটি টি-টোয়েন্টি লিগে খেলতে পারেন ঋষভ পন্থ। নিলামের তালিকায় নাম নথিভুক্ত করিয়েছেন তিনি। আগামী ৬ জুলাই হবে নিলাম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৭:০৪
picture of Rishabh Pant

ঋষভ পন্থ। ছবি: এক্স (টুইটার)।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ব্যস্ত ঋষভ পন্থ। তার মধ্যেই একটি টি-টোয়েন্টি লিগের নিলামে নাম নথিভুক্ত করিয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের মধ্যেই হবে লিগের নিলাম।

Advertisement

আইপিএল খেলে ইংল্যান্ডে টেস্ট সিরিজ় খেলতে গিয়েছেন পন্থ। দেশে ফিরে আবার একটি টি-টোয়েন্টি লিগ খেলবেন উইকেটরক্ষক-ব্যাটার। গত বছর না খেললেও এ বার পন্থ নাম নথিভুক্ত করিয়েছেন দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) নিলামে। দিল্লির ক্রিকেট সংস্থা (ডিডিসিএ) মঙ্গলবার নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। আইপিএল খেলেছেন এমন ১০ ক্রিকেটারের নাম রয়েছে তালিকায়। তাঁদেরই অন্যতম লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক পন্থ। রয়েছে দিগ্বেশ রাঠী, প্রিয়াংশ আর্য, ইশান্ত শর্মা, আয়ুষ বাদোনি, হর্ষিত রানা, হিম্মত সিংহ, সুযশ শর্মা, মায়াঙ্ক যাদব, অনুজ রাওয়াতের নাম। আইপিএলের গত নিলামে রেকর্ড ২৬ কোটি টাকায় পন্থকে দলে নিয়েছিল লখনউ। ডিপিএলের নিলামেও তাঁকে ঘিরে আলাদা আগ্রহ থাকবে বলে মনে করা হচ্ছে। তার উপর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দু’ইনিংসেই শতরান করেছেন উইকেটরক্ষক-ব্যাটার।

আগামী ৬ এবং ৭ জুলাই হবে ডিপিএলের নিলাম। প্রথম দিন পুরুষ ক্রিকেটারদের এবং দ্বিতীয় দিন মহিলা ক্রিকেটারদের নিলাম হবে। গত বছর শুরু হয়েছে এই প্রতিযোগিতা। প্রথম বছর ছ’টি দল খেলেছিল। এ বার দলের সংখ্যা বৃদ্ধি পেয়ে হচ্ছে আট।

দিল্লির প্রথম সারির প্রায় সব ক্রিকেটারই এ বার নাম নথিভুক্ত করেছেন নিলামে। স্বভাবতই উচ্ছ্বসিত ডিডিসিএ সভাপতি রোহন জেটলি। নিলামের পর প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান হবে অরুণ জেটলি স্টেডিয়ামে।

Advertisement
আরও পড়ুন