BCCI

আদালতে ৫৩৮ কোটি টাকার ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড, মাত্র এক বছর আইপিএল খেলা দলকে দিতে হবে ক্ষতিপূরণ

২০১১ সালে এক বছর আইপিএল খেলেছিল কোচি টাস্কার্স কেরালা। ব্যাঙ্ক জামানতকে কেন্দ্র করে বিসিসিআইয়ের সঙ্গে সমস্যা তৈরি হয় তাদের। আইনি পথে গিয়ে ক্ষতিপূরণ পেল দলটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৬:৪২
Picture of IPL

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

বম্বে হাই কোর্টে আইনি লড়াইয়ে ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এক বছর আইপিএল খেলা কোচি টাস্কার্স কেরালাকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে ৫৩৮ কোটি টাকা। বিচারপতি রিয়াজ় ইকবাল চাগলা এই নির্দেশ দিয়েছেন। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে বোর্ডের আবেদনও খারিজ করে দিয়েছেন বিচারপতি।

Advertisement

২০১১ সালে এক বারই আইপিএল খেলেছিল কোচি টাস্কার্স কেরালা। প্রথমে দলটির মালিকানা ছিল রঁদেভ্যু স্পোর্টস নামে একটি সংস্থার হাতে। পরে মালিকানা চলে যায় কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডের হাতে। আইপিএল খেলার জন্য দল কর্তৃপক্ষকে ২০১১ সালের মার্চ মাসের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাঙ্ক জামানত (ব্যাঙ্ক গ্যারান্টি) রাখতে বলেছিল। কিন্তু কোচি কর্ণধারেরা তা রাখতে পারেননি। তাঁরা বোর্ডকে জানিয়েছিলেন স্টেডিয়াম সংক্রান্ত সমস্যা, শেয়ার বিষয়ক অনুমতি এবং আইপিএলের ম্যাচ কমায় সময় মতো ব্যাঙ্ক জামানত রাখা সম্ভব হয়নি। সে সময় বোর্ড কর্তৃপক্ষ কোচি কর্তৃপক্ষকে কিছু বলেনি।

পরে ব্যাঙ্ক জামানত না রাখার কারণ দেখিয়ে কোচির সঙ্গে চুক্তি ভঙ্গ করে বিসিসিআই এবং রঁদেভ্যু স্পোর্টস প্রথমে যে টাকা জমা রেখেছিল, তা তুলে নেয়। বোর্ডের এই পদক্ষেপের বিরুদ্ধে এক সঙ্গে আইনের দ্বারস্থ হয় রঁদেভ্যু স্পোর্টস এবং কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেড। ২০১৫ সালে বিশেষ সালিসির রায় যায় বোর্ডের বিরুদ্ধে। সুদ-সহ রঁদেভ্যু স্পোর্টসকে ১৫৩ কোটি টাকা এবং কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডকে ৩৮৪ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়ার নির্দেশ দেওয়া হয় বোর্ডকে।

এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাই কোর্টে যায় বিসিসিআই। বোর্ডের যুক্তি ছিল, কোচির দুই মালিক পক্ষই ব্যাঙ্ক জামানতের শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। তা ছাড়া ক্ষতিপূরণের অঙ্ক মূল চুক্তির থেকে অনেক বেশি। আগের সালিসির আইনি বৈধতাও চ্যালেঞ্জ করা হয় বোর্ডের পক্ষ থেকে। বিচারপতি চাগলা বোর্ডের সব আর্জিই খারিজ করে দিয়েছেন। পর্যবেক্ষণে তিনি বলেছেন, বিসিসিআই নিজেদের যুক্তির পক্ষে যে সব নথি দিয়েছে, সেগুলি এ ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আগের সালিসির রায় বহাল রেখে বোর্ডকে ৫৩৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

Advertisement
আরও পড়ুন