The Ashes 2025-26

চ্যালেঞ্জের মুখে ম্যাকগ্রার ২৩ বছরের পুরনো ক্যাচ! অ্যাশেজ়ের ইতিহাসে সবাইকে কি টপকে গেলেন লাবুশানে?

অ্যাশেজ় সিরিজ়ে ইতিহাসের সেরা ক্যাচ কি মার্নাস লাবুশেন ধরলেন? শুক্রবার স্কোয়্যাল লেগে জফ্রা আর্চারের ক্যাচ তিনি দৌড়ে এসে সামনে দিকে শরীর ছুড়ে দিয়ে ধরেন। তাতে চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে ২৩ বছর আগে নেওয়া গ্লেন ম্যাকগ্রার একটি ক্যাচ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৮
picture of cricket

মার্নাস লাবুশেনের সেই ক্যাচ। ছবি: এক্স।

অ্যাশেজ় সিরিজ়ের ইতিহাসে সেরা ক্যাচ কি মার্নাস লাবুশেন ধরলেন? শুক্রবার বাউন্ডারি লাইন থেকে অনেকটা দৌড়ে এসে তিনি সামনের দিকে শরীর ছুড়ে দিয়ে এক হাতে তালুবন্দি করেন জফ্রা আর্চারের ক্যাচ। তার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

Advertisement

আর্চার আউট হতেই শুক্রবার ব্রিসবেনে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ১৩৮ রানে অপরাজিত থাকেন জো রুট। তবু তাঁর কৃতিত্বকে ছাপিয়ে আলোচনায় উঠে আসে লাবুশেনের নেওয়া ক্যাচ। শুধু তাই নয়, ২০০২ সালে গ্লেন ম্যাকগ্রার ধরা একটি ক্যাচের সঙ্গেও তুলনা শুরু হয়ে যায়।

২৩ বছর আগে অ্যাডিলেডে মাইকেল ভনকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিল ম্যাকগ্রার একটি ক্যাচ। শেন ওয়ার্নের বল স্কোয়্যার লেগে তুলে মেরেছিলেন ভন। বেশ খানিকটা দৌড়ে সামনে শরীর ছুড়ে দিয়ে এক হাতে ক্যাচ ধরেছিলেন ম্যাকগ্রা। এত দিন পর্যন্ত তাঁর সেই ক্যাচটিকেই অ্যাশেজ়ের ইতিহাসে সেরা বলে মনে করতেন ক্রিকেটপ্রেমীদের একাংশ।

শুক্রবার লাবুশেনের ক্যাচটিও মাঠের প্রায় একই দিকে। তিনিও সামনের দিকে দৌড়তে দৌড়তে শরীর ছুড়ে এক হাতে ক্যাচ নিয়েছেন। ব্রাইডন কার্সের বলে আর্চারের নেওয়া লাবুশেনের ক্যাচই সেরা কি না, শুরু হয়েছে তুলনা।

Advertisement
আরও পড়ুন