Mohsin Naqvi

দেশে ফিরেও রেহাই নেই নকভির, আবরারের বিয়েতে গিয়ে প্রশ্নে জর্জরিত, সাংবাদিকদের হাত থেকে ‘বাঁচালেন’ শাহিন

দেশেও স্বস্তি পাচ্ছেন না মহসিন নকভি। ট্রফি না দেওয়া নিয়ে যে বিতর্ক এখনও চলছে। সম্প্রতি আবরার আহমেদের বিয়েতে গিয়ে সাংবাদিকদের প্রশ্ন জর্জরিত হয়ে গেলেন নকভি। আড়াল করে তাঁকে গাড়িতে তুলে দেন শাহিন আফ্রিদি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৪:৩৩
cricket

মহসিন নকভি। ছবি: সমাজমাধ্যম।

দেশে ফিরেও স্বস্তি পাচ্ছেন না মহসিন নকভি। ভারতীয় দলকে ট্রফি না দেওয়া নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল তা এখনও চলছে। সম্প্রতি আবরার আহমেদের বিয়েতে গিয়ে সাংবাদিকদের প্রশ্ন জর্জরিত হয়ে গেলেন এশীয় ক্রিকেট সংস্থার চেয়ারম্যান। আড়াল করে তাঁকে গাড়িতে তুলে দেন শাহিন আফ্রিদি।

Advertisement

সম্প্রতি করাচিতে আবরার আহমেদের বিয়ের আসর বসেছিল। সেখানে পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটারের সঙ্গে গিয়েছিলেন সে দেশের বোর্ডের প্রধান নকভিও। বেরনোর সময় তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। প্রশ্ন করেন, এসিসি ট্রফি কোথায় গেল? সেটা ভারতের হাতে কবে তুলে দেওয়া হবে? সূর্যকুমার যাদব যে বলেছেন তিনি নকভির থেকে ট্রফি নিতে চাননি, এই দাবি কি সত্যি?

কোনও প্রশ্নেরই উত্তর দেননি নকভি। মাঝে এক বার এক সাংবাদিকের দিকে ফিরে কিছু একটা বলতে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে যান। নকভির সঙ্গে শাহিনও বেরোচ্ছিলেন। তিনি নকভির গাড়ির সামনে গিয়ে তাঁকে তুলে দেন। নকভির নীরবতা ফের প্রশ্ন তুলে দিয়েছে, কবে ভারতকে ট্রফি দেওয়া হবে। উত্তর এখনও পাওয়া যায়নি।

এশিয়া কাপের ফাইনাল শেষে ভারতীয় বোর্ড অভিযোগ করেছিল, ট্রফি নিয়ে পালিয়ে গিয়েছেন নকভি। তাঁকে ট্রফি ফেরত দিতে বলা হলেও তিনি দেননি। নকভি অবশ্য দাবি করেছেন, ট্রফি দিতে কোনও সমস্যা নেই তাঁর। নকভি লেখেন, “এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসাবে আমি সে দিনও ট্রফি তুলে দিতে চেয়েছিলাম। এখনও চাই।”

তবে ভারতীয় বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, নকভির হাত থেকে ট্রফি তারা নেবে না। হয় সেই ট্রফি ভারতে পাঠিয়ে দিতে হবে। নইলে দুবাইয়ে এশীয় ক্রিকেট কাউন্সিলের দফতরে রেখে দিতে হবে। নকভি নিজের দাবিতে অনড়। তিনি লেখেন, “যদি ভারত সত্যিই ট্রফি নিতে চায়, তা হলে এশীয় ক্রিকেট কাউন্সিলের দফতরে এসে আমার হাত থেকে ওদের নিতে হবে। ওদের স্বাগত।”

নকভি যা-ই দাবি করুন না কেন, ভারতীয় বোর্ড বিষয়টিকে সহজে ছেড়ে দিতে চাইছে না। নকভির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ করতে চলেছে ভারতীয় বোর্ড। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান ও এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হওয়ার পাশাপাশি নকভির আরও একটি পরিচয় রয়েছে। তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে তাঁর একটি রাজনৈতিক পরিচয়ও আছে। সেই পরিচয় সামনে এনে আইসিসি-র কাছে অভিযোগ জানাতে চলেছে ভারতীয় বোর্ড।

Advertisement
আরও পড়ুন