রিচা ঘোষ। —ফাইল চিত্র।
বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা দেবে মোহনবাগান ক্লাব। আগামী ১৫ জানুয়ারি বাংলার একমাত্র বিশ্বজয়ী ক্রিকেটারকে সম্মানিত করবে সবুজ-মেরুন শিবির। রিচাকে সংবর্ধনা দেওয়ার কথা আগেই জানিয়েছে কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গল।
এ বারই প্রথম মহিলাদের এক দিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন উইকেটরক্ষক-ব্যাটার রিচা। বিশ্বকাপে সবচেয়ে বেশি ১২টি ছক্কাও মেরেছেন শিলিগুড়ির বাসিন্দা। গত শনিবার বিশ্বজয়ী ক্রিকেটারকে সংবর্ধনা দিয়েছে সিএবি। একই অনুষ্ঠানে রিচার হাতে বঙ্গভূষণ সম্মাননা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশে ডিএসপি পদে চাকরির নিয়োগ পত্রও তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশ্বজয়ী বঙ্গতনয়ার নামে শিলিগুড়িতে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণাও করেছেন তিনি। উল্লেখ্য, ভারতে কোনও মহিলা ক্রিকেটারের নামে স্টেডিয়াম নেই। সে দিক থেকে রাজ্য সরকারের এই উদ্যোগ অভিনব।
বিশ্বকাপ জিতে রিচা প্রথমে ফিরেছিলেন নিজের শহর শিলিগুড়িতে। সেখানে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় তাঁকে। তার পর কলকাতায় এসে সিএবি এবং রাজ্যের সংবর্ধনা গ্রহণ করেন ২২ বছরের ক্রিকেটার। এই মুহূর্তে রিচা হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছেন। সমাজমাধ্যমে সেখনকার কিছু ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।