Mukesh Kumar wears No. 18 Jersey

কোহলি অবসর নিতেই তাঁর জার্সির হাতবদল, ১৮ নম্বর জার্সি পরে নেমে পড়লেন বাংলার ক্রিকেটার

বিরাট কোহলির ক্রিকেটজীবনের সঙ্গে জুড়ে রয়েছে ১৮ নম্বর জার্সি। সব ফরম্যাটে এই সংখ্যার জার্সি পরেই খেলেছেন তিনি। তবে টেস্ট থেকে অবসর নিতেই সেই জার্সির হাতবদল হয়ে গেল। কোহলির জার্সি পরে নেমে পড়লেন বাংলার এক ক্রিকেটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৮:২০
cricket

কোহলির ১৮ নম্বর জার্সি পরে মুকেশ। ছবি: সমাজমাধ্যম।

বিরাট কোহলির ক্রিকেটজীবনের সঙ্গে জুড়ে রয়েছে ১৮ নম্বর জার্সি। সব ফরম্যাটে এই সংখ্যার জার্সি পরেই খেলেছেন তিনি। তবে টেস্ট থেকে অবসর নিতেই সেই জার্সির হাতবদল হয়ে গেল। কোহলির জার্সি পরে নেমে পড়লেন বাংলার এক ক্রিকেটার।

Advertisement

ইংল্যান্ড লায়ন্স বনাম ভারত এ ম্যাচে কোহলির ১৮ নম্বর জার্সি পরে নামতে দেখা গিয়েছে মুকেশ কুমারকে। তবে জার্সির পিছনে তাঁর নাম লেখা নেই। আগে ৪৯ নম্বর জার্সি পরে নামতেন মুকেশ। হঠাৎ কেন ১৮ নম্বর জার্সি পরছেন তার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

রবিবার প্রথম বেসরকারি টেস্টের তৃতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনটি উইকেট নিয়েছেন মুকেশ। এ দিনই তাঁর জার্সি সংখ্যা প্রকাশ্যে এসেছে। টেস্ট দলেও মুকেশ এই জার্সি পরে নামবেন কি না তা অবশ্য জানা যায়নি।

এর পরেই আপত্তি তুলেছেন সমর্থকেরা। তাঁদের দাবি, কোহলির অবসরের পর এখনও একটিও সিরিজ় খেলতে নামেনি ভারত। তার আগেই কী করে মুকেশ সেই জার্সি পরে খেলতে নামেন? বোর্ডের কাছে দাবি তোলা হয়েছে ১৮ নম্বর জার্সি পাকাপাকি ভাবে তুলে রাখার।

১৪ বছর আগে টেস্ট জীবনের শুরু থেকেই ১৮ নম্বর জার্সি পরে খেলেন কোহলি। টি-টোয়েন্টি থেকে গত বছর অবসর নিলেও এখনও ভারতের কোনও ক্রিকেটার সেই সংখ্যার জার্সি পরে নামেননি।

সচিন তেন্ডুলকর অবসর নেওয়ার পর তাঁর ১০ নম্বর জার্সি পাকাপাকি ভাবে তুলে রেখেছে বিসিসিআই। কিন্তু কোহলির ক্ষেত্রে এখনও সে রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। সমর্থকেরা দাবি তুলেছেন, কোহলির জার্সিও পাকাপাকি ভাবে তুলে রাখার ভাবনাচিন্তা করুক বোর্ড।

Advertisement
আরও পড়ুন