IPL 2025

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দাপট মুম্বই ব্যাটারদের, ফাইনালে উঠতে শ্রেয়সের পঞ্জাবের চাই ২০৪ রান

অহমদাবাদে বৃষ্টির কারণে টসের পর খেলা শুরু হতে পার হয়ে যায় অনেকটা সময়। তাতে যদিও মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটারদের কোনও সমস্যা হয়নি। তারা শুরু থেকেই বড় শট খেলতে শুরু করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ২৩:৪০
Suryakumar Yadav

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

খেলা শুরু হল নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ১৫ মিনিট পর। অহমদাবাদে বৃষ্টির কারণে টসের পর খেলা শুরু হতে পার হয়ে যায় অনেকটা সময়। তাতে যদিও মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটারদের কোনও সমস্যা হয়নি। তারা শুরু থেকেই বড় শট খেলতে শুরু করে। কোয়ালিফায়ার ২-তে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০৩ রান তুলে নেন সূর্যকুমার যাদবেরা। জয়ের জন্য পঞ্জাবের লক্ষ্য ২০৪ রান।

Advertisement

আগের দিনের মতো এ দিনও রোহিত শর্মা শুরুতেই ক্যাচ দিয়েছিলেন এবং সেই ক্যাচ ধরতে পারেননি ফিল্ডারেরা। তবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৮১ রান করে ম্যাচটাই নিয়ে চলে গিয়েছিলেন রোহিত। রবিবার সেটা হয়নি। মাত্র ৮ রান করে আউট হয়ে যান রোহিত। তাতে মুম্বইয়ের খুব সমস্যা হয়নি। জনি বেয়ারস্টো (৩৮) এবং তিলক বর্মা (৪৪) মিলে ৫১ রানের জুটি গড়েন। সূর্যকুমার যাদবও ৪৪ রান করেন। মুম্বইকে লড়াই করার মতো রান তুলতে সাহায্য করেন তাঁরাই। অধিনায়ক হার্দিক যদিও ১৫ রানের বেশি করতে পারেননি।

দোষ রয়েছে পঞ্জাবের বোলারদেরও। লেগ সাইডে ফিল্ডার রেখে অফ স্টাম্পের বাইরে বল করলেন কাইল জেমিসনেরা। যুজবেন্দ্র চহল প্রথম ওভারে ৩ রান দেওয়ার পর লাইন, লেংথ ঘেঁটে ফেললেন। সূর্যকুমার তাঁকে অনায়াসে গ্যালারিতে ফেললেন। কেন চহল এখন আর ভারতীয় দলে ডাক পান না, তা আরও এক বার নিজেই দেখিয়ে দিলেন।

মুম্বইয়ের কোনও বোলারই সে ভাবে রান আটকাতে পারেননি। ফলে শেষ দিকে নেমে নমন ধীরও ১৮ বলে ৩৭ রান করে যান। যা শ্রেয়স আয়ারদের লক্ষ্য আরও কঠিন করে দেয়। ফাইনাল উঠতে হলে ২০৪ রান প্রয়োজন তাদের।

Advertisement
আরও পড়ুন