Nepal vs West Indies 2nd T20

বিশ্ব ক্রিকেটে অঘটন, ইতিহাস, লজ্জা! এক ম‍্যাচ বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজ়কে টি-টোয়েন্টি সিরিজ়ে হারিয়ে দিল নেপাল

২০১৩ সাল থেকে এখনও পর্যন্ত নেপাল ২৯টি টি২০ সিরিজ় খেলেছে। জিতেছে মাত্র পাঁচটি সিরিজ়। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এই জয় নেপালের ক্রিকেটে বড় মাইল ফলক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৬
ওয়েস্ট ইন্ডিজ়কে হারাল নেপাল।

ওয়েস্ট ইন্ডিজ়কে হারাল নেপাল। —ছবি : সংগৃহীত

সোমবার বিশ্ব ক্রিকেটে অন্যতম বড় অঘটনটি ঘটিয়ে ফেলল নেপাল। সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে দিল ৯০ রানে। এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জিতে নিল নেপাল। কোনও টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে নেপালের এটি প্রথম টি২০ সিরিজ় জয়। ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট নতুন লজ্জার সম্মুখীন হল।

Advertisement

২০১৩ সাল থেকে এখনও পর্যন্ত নেপাল ২৯টি টি২০ সিরিজ় খেলেছে। তার মধ্যে রয়েছে বিশ্বকাপও। নেপাল জিতেছে মাত্র পাঁচটি সিরিজ়। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এই জয় নেপালের ক্রিকেটে বড় মাইল ফলক।

নেপালের ১৭৪ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৮৩ রানে। পুরুষদের টি২০ আন্তর্জাতিকে কোনও অ্যাসোসিয়েট দেশের বিরুদ্ধে পূর্ণ সদস্যের দেশের এটি সর্বনিম্ন রানের ইনিংস। আগের রেকর্ড ছিল ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইংল্যান্ডের ৮৮ রান।

নেপালের ৯০ রানে জয়ও কোনও পূর্ণ সদস্যের দেশের বিরুদ্ধে অ্যাসোসিয়েট দেশের সর্বচ্চ রানে জয়ের রেকর্ড। আগের রেকর্ড ছিল ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে আফগানিস্তানের ৮১ রানে জয়।

ওয়েস্ট ইন্ডিজ়ের দুই বোলার আকিল হোসেন এবং কাইল মেয়ার্সের জন্য প্রথমে সম্যায় পড়েন নেপালের ব্যাটারেরা কিন্তু আসিফ শেখ এবং সন্দীপ জোরার অর্ধশতরানে ঘুরে দাঁড়ায় নেপাল।

১৭৪ রান তাড়া করতে নেমে নেপালের মিডিয়াম পেসার মহম্মদ আদিল আলামের বলে সমস্যায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ়। আলাম চার উইকেট নেন।

Advertisement
আরও পড়ুন