New Zealand Board in Major League Cricket

টি-টোয়েন্টিতে প্রথম বার! বিদেশের লিগে দল নামাচ্ছে একটি দেশের ক্রিকেট বোর্ড

বিদেশের টি-টোয়েন্টি লিগে দল নামাচ্ছে একটি দেশের ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম বার এমন ঘটনা ঘটবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৯:৩৭
cricket

মেজর লিগ ক্রিকেট ট্রফি। ছবি: সমাজমাধ্যম।

নতুন পদক্ষেপ নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ডের। আমেরিকার মেজর লিগ ক্রিকেটে দল নামাচ্ছে তারা। নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ডেই প্রথম বোর্ড যারা বিদেশের একটি টি-টোয়েন্টি লিগে দল নামাচ্ছে।

Advertisement

আমেরিকার একটি সংস্থা ‘ট্রু নর্থ স্পোর্টস ভেঞ্চার্স’ নামের একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা একটি বিবৃতিতে জানিয়েছে, নতুন দলের কোচিং, ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফের বিষয়গুলি তাদের নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি দলের ক্রিকেটীয় বিষয়গুলিও তারা দেখবে। ব্যবসায়িক দিকটি দেখবে ‘ট্রু নর্থ স্পোর্টস ভেঞ্চার্স’ সংস্থা।

নতুন যে দল তৈরি হবে তার মাথায় থাকবেন মেজর লিগ ক্রিকেটের দুই সহ-প্রতিষ্ঠাতা বিজয় শ্রীনিবাসন ও সমীর মেহতা। আমেরিকার এনএফএল-এর দল ‘সান ফ্রান্সিস্কো ৪৯’-ও এই নতুন দলের সঙ্গে যুক্ত থাকবে বলে জানা গিয়েছে।

নতুন দলের নাম বা তারা কোন শহরের প্রতিনিধিত্ব করবে তা এখনও ঠিক হয়নি। জানা গিয়েছে, আটলান্টার জর্জিয়া ও কানাডার টরন্টোর মধ্যে একটি শহরকে বাছা হবে। পাল্লা ভারী টরন্টোর।

২০২৩ সাল থেকে শুরু হয়েছে মেজর লিগ ক্রিকেট। ছ’টি দল এই প্রতিযোগিতায় খেলে। এই বছর ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে প্রতিযোগিতা। ডালাস, ফ্লরিডা ও ওকল্যান্ডে হবে সব ম্যাচ। ২০২৭ সাল থেকে দল বৃদ্ধি করার পরিকল্পনা করেছে মেজর লিগ ক্রিকেট। সেই লক্ষ্যেই নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গ পেয়েছে তারা।

Advertisement
আরও পড়ুন