শুভমন গিল। —ফাইল চিত্র।
ওয়েস্ট ইন্ডিজ়কে দ্বিতীয় টেস্টে হারিয়ে গৌতম গম্ভীর, শুভমন গিলদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে নিউ জ়িল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। প্রথম পাঁচের বাইরে চলে গিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল ভারত।
নিউ জ়িল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্টের পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় এবং তৃতীয় স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কাও। তবে পিছিয়ে পড়েছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ।
পাঁচটি টেস্ট খেলে ১০০ পয়েন্ট শতাংশ নিয়ে শীর্ষে রয়েছেন প্যাট কামিন্সেরা। চারটি টেস্ট খেলে ৭৫ পয়েন্ট শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা। দু’টি টেস্ট খেলে ৬৬.৬৭ পয়েন্ট শতাংশ নিয়ে তৃতীয় শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ের পর যুগ্ম ভাবে তৃতীয় স্থানে কিউয়িরাও। দু’টি টেস্টের পর তাদেরও পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।
নিউ জ়িল্যান্ডের উত্থানে পঞ্চম স্থানে নেমে গিয়েছে পাকিস্তান। দু’টি টেস্টের পর শান মাসুদদের পয়েন্ট শতাংশ ৫০। তালিকায় ভারতের অবস্থান এখন ষষ্ঠ। ন’টি টেস্ট খেলে শুভমনদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। অ্যাশেজ় সিরিজ়ের প্রথম দু’টেস্টে হারের পর সপ্তম স্থানে ইংল্যান্ড। সাতটি টেস্ট খেলার পর বেন স্টোকসদের পয়েন্ট শতাংশ ৩০.৯৫। অষ্টম স্থানে বাংলাদেশ। দু’টি টেস্ট খেলে নাজমুল হোসেন শান্তদের পয়েন্ট শতাংশ ১৬.৬৭। নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। সাতটি টেস্ট খেলার পর ক্যারিবিয়ানদের পয়েন্ট শতাংশ ৪.৭৬।