DRS

বোল্ড হয়ে ডিআরএসের আবেদন! আমেরিকার ক্রিকেটে ব্যাটারের কাণ্ডে বিস্ময়, কেন এমন করলেন?

সাধারণত ক্যাচ বা এলবিডব্লউ আউটের ক্ষেত্রে ডিআরএস নেন ব্যাটারেরা। আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে তাঁরা রিভিউয়ের আবেদন করেন। ডিআরএস নিতে পারে ফিল্ডিং করা দলও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৯:৫৬
picture of cricket

—প্রতীকী চিত্র।

মেজর লিগ ক্রিকেটে প্রথম বলেই বোল্ড হওয়ার পর ডিআরএসের আবেদন মিচেল ব্রেসওয়েলের। এমআই নিউ ইয়র্কের হয়ে ব্যাট করছিলেন তিনি। ম্যাচ ছিল সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নের বিরুদ্ধে। রোমারিও শেফার্ডের বলে বোল্ড হওয়ার পর তিনি ডিআরএসের আবেদন করায় মাঠের সকলে বিস্মিত হন।

Advertisement

শেফার্ড বৈধ বলই করেছিলেন। আম্পায়ার ‘নো’ ডাকেননি। তাই ব্রেসওয়েলের আউট নিয়ে কোনও সংশয় ছিল না। সাধারণত ক্যাচ বা এলবিডব্লউ আউটের ক্ষেত্রে ডিআরএস নেন ব্যাটারেরা। আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে তাঁরা রিভিউয়ের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখে এবং প্রযুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত জানান। অনেক সময় দেখা যায় মাঠের আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত ভুল ছিল। সে ক্ষেত্রে বেঁচে যান ব্যাটারেরা। কিন্তু বৈধ বলে বোল্ড হয়ে ডিআরএস নেওয়ার কোনও অবকাশ থাকে না। অথচ ঠিক সেটাই করেছেন ব্রেসওয়েল!

কেন বৈধ বলে বোল্ড হয়ে ডিআরএস নিয়েছেন ব্রেসওয়েল? রিভিউয়ের আবেদন করার পর নিজেই হেসে ফেলেন নিউ জ়িল্যান্ডের ব্যাটার। বুঝতে পারেন ভুল করে ফেলেছেন। ডিআরএসের আবেদন করা ঠিক হয়নি। ভুল বুঝতে পেরে আর দাঁড়াননি। অপেক্ষা করেননি তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। হাঁটতে শুরু করে দেন সাজঘরের দিকে। ফিরিয়ে নেন নিজের আবেদনও। মেজর লিগ ক্রিকেটের এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

এই ম্যাচে জিততে পারেননি ব্রেসওয়েলেরা। প্রথমে ব্যাট করে সান ফ্র্যান্সিসকো ইউনিকর্ন করে ৪ উইকেটে ২৪৬। জবাবে এমআই নিউ ইয়র্কের ইনিংস শেষ হয় ১৯৯ রানে।

Advertisement
আরও পড়ুন