Pakistan Beats South Africa in ODI Series

পাকিস্তান ক্রিকেটে শুরু শাহিন জমানা, দক্ষিণ আফ্রিকাকে এক দিনের সিরিজ়ে হারিয়ে নজির বাবরদের

জয় দিয়ে পাকিস্তানের এক দিনের ক্রিকেট দলের অধিনায়কত্ব শুরু হল শাহিন শাহ আফ্রিদির। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারাল পাকিস্তান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ২২:৩৬
cricket

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে উল্লাস পাকিস্তানের (বাঁ দিক থেকে) শাহিন আফ্রিদি, আবরার আহমেদ ও বাবর আজ়মের। ছবি: এক্স।

নজির গড়ল পাকিস্তান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে এক দিনের সিরিজ়ে ২-১ ব্যবধানে হারাল তারা। দেশের মাটিতে এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ় জিতল পাকিস্তান। জয় দিয়ে এক দিনের ক্রিকেট দলের অধিনায়কত্ব শুরু হল শাহিন শাহ আফ্রিদির।

Advertisement

ফয়সলাবাদের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ব্যর্থ দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা। ওপেনিং জুটিতে রান ওঠে। কুইন্টন ডি’কক করেন ৫৩ রান। ৩৯ রান করেন লুয়ান দ্রে প্রিটোরিয়াস। কিন্তু ওপেনিং জুটি সাজঘরে ফেরার পর আর কেউ রান করতে পারেননি।

দক্ষিণ আফ্রিকা খেই হারিয়ে ফেলে পাকিস্তানের স্পিন আক্রমণের সামনে। সবচেয়ে সফল আবরার আহমেদ। ১০ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। সলমন আঘা ও মহম্মদ নওয়াজ় নেন ২ করে উইকেট। অর্থাৎ, পাকিস্তানের এই তিন স্পিনার ২৩ ওভারে ৭৬ রান দিয়ে ৮ উইকেট নেন। ২ উইকেট নেন অধিনায়ক শাহিন। ৩৭.৫ ওভারে ১৪৩ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় পাকিস্তান। ওপেনার ফখর জ়মান শূন্য রানে ফিরলেও অপর ওপেনার সাইম আয়ুব রান করেছেন। ৭০ বলে ৭৭ রান করেন তিনি। বাবর আজ়ম করেন ২৭ রান। ওপেনার মহম্মদ রিজ়ওয়ানের ব্যাট থেকে আসে ৩২ রান। ১৪৯ বল বাকি থাকতে ম্যাচ জেতে পাকিস্তান। বলের নিরিখে এটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁদের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৯ সালে জোহানেসবার্গে ১১৯ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল তারা। সেই রেকর্ড এ দিন ভেঙে দেয় পাকিস্তান।

গত কয়েকটি এক দিনের সিরিজ়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপট দেখিয়েছে পাকিস্তান। দু’দলের মধ্যে হওয়া গত তিনটি সিরিজ় জিতেছে তারা। শেষ পাঁচটি এক দিনের সিরিজ়ের মধ্যে চারটি পাকিস্তানের দখলে। শেষ ন’টি এক দিনের ম্যাচের মধ্যে সাতটি জিতেছেন বাবরেরা। দক্ষিণ আফ্রিকা দু’টি। তবে ঘরের মাঠে এই প্রথম জিতল পাকিস্তান।

Advertisement
আরও পড়ুন