Operation Sindoor

অপারেশন সিঁদুরের প্রভাব, ধর্মশালা থেকে সরে গেল পঞ্জাব-মুম্বই ম্যাচ, কোথায় হবে শ্রেয়স-হার্দিক দ্বৈরথ?

অপারেশন সিঁদুরের প্রভাবে ধর্মশালা বিমানবন্দর বন্ধ। ফলে ১১ মে পঞ্জাব বনাম মুম্বই ম্যাচ কী ভাবে হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই ম্যাচ সরে গেল অন্য রাজ্যে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৫:১৪
cricket

ধর্মশালার মাঠ। ছবি: পিটিআই।

অপারেশন সিঁদুরের প্রভাবে ধর্মশালা বিমানবন্দর বন্ধ। ফলে ১১ মে পঞ্জাব বনাম মুম্বই ম্যাচ কী ভাবে হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই ম্যাচ সরে গেল অহমদাবাদে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন গুজরাত ক্রিকেট সংস্থার সচিব অনিল পটেল। বোর্ডের তরফে আনুষ্ঠানিক ঘোষণা যে কোনও মুহূর্তে হতে পারে।

Advertisement

বৃহস্পতিবার ধর্মশালায় পঞ্জাবের সঙ্গে দিল্লির খেলা রয়েছে। সেটাই ওই মাঠে শেষ ম্যাচ। এর পর দুই দলকেই সড়কপথে বা রেলপথে অন্যত্র যেতে হবে। কারণ ধর্মশালার আশেপাশে থাকা দুই বিমানবন্দর অমৃতসর এবং চণ্ডীগড়ও বন্ধ রাখা হয়েছে। ফলে মুম্বইয়ের পক্ষে ধর্মশালায় পৌঁছোনো সম্ভব নয়।

এ দিন অনিল সংবাদ সংস্থাকে বলেছেন, “বোর্ড আমাদের অনুরোধ করেছিল। আমরা রাজি হয়েছি। মুম্বই ইন্ডিয়ান্স আজই অহমদাবাদ চলে আসছে। পঞ্জাব কবে আসবে সেটা পরে জানা যাবে।” মুম্বই চেয়েছিল বুধবারই ধর্মশালায় চলে যেতে। কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় পারেনি। এ বার পরিকল্পনা বদলে তারা যাচ্ছে অহমদাবাদে।

তবে সমস্যায় পড়বে পঞ্জাব এবং দিল্লি। বিমানবন্দর বন্ধ থাকায় পঞ্জাবকে সম্ভবত সড়কপথে অহদমদাবাদ যেতে হবে। দলকে ট্রেনেও পাঠানো হতে পারে বলে শোনা যাচ্ছে। দিল্লিকেও সড়কপথে নিজেদের শহরে ফিরতে হবে। তবে এখনও চূড়ান্ত হয়নি।

বোর্ডের এক আধিকারিক বলেছেন, “ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রাখতে হবে। পাহাড়ি রাস্তায় বাসে করে যাওয়া ছাড়া উপায় নেই। হয়তো দু’ভাগে যাত্রা হতে পারে। প্রথমে বাসে, তার পরে ট্রেনে। বৃহস্পতিবার বিকেলেই সব চূড়ান্ত হবে। হয়তো ম্যাচের পরেই দুই দলকে বেরিয়ে পড়তে হবে। ধর্মশালা স্টেডিয়াম থেকে রেল স্টেশন দু’ঘণ্টা দূরে।”

ফলে ঘরের মাঠে একটি ম্যাচ খেলার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পঞ্জাব। তবে অহমদাবাদে যে হেতু গুজরাত খেলে, তাই পরিকাঠামো তৈরিই রয়েছে।

Advertisement
আরও পড়ুন