IPL 2025

ইডেনে বদলে যাবে প্রথম একাদশ? তিন স্পিনারে খেলার সম্ভাবনা কেকেআরের, বদল হায়দরাবাদেও?

তিন বার মুখোমুখি হলেও কলকাতাকে হারাতে পারেনি হায়দরাবাদ। এ বারের আইপিএলে তাই প্যাট কামিন্সের দল চাইবে সেই সব হারের বদলা নিতে। দুই দলই নিজেদের শেষ ম্যাচ হেরেছে। ইডেনে কি দুই দলের প্রথম একাদশে বদল হবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১২:৩০
Ajinkya Rahane

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

গত বারের আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। সেই দুই দল এ বার মুখোমুখি ইডেনে। গত বার তিন বার মুখোমুখি হলেও কলকাতাকে হারাতে পারেনি হায়দরাবাদ। এ বারের আইপিএলে তাই প্যাট কামিন্সের দল চাইবে সেই সব হারের বদলা নিতে। দুই দলই নিজেদের শেষ ম্যাচ হেরেছে। ইডেনে কি দুই দলের প্রথম একাদশে বদল হবে?

Advertisement

মুম্বইয়ের পিচে প্রথমে ব্যাট করেছিল কলকাতা। সেই ম্যাচে দলে দুই পেসার এবং দুই স্পিনার নিয়ে নেমেছিল তারা। সঙ্গে ছিলেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ইডেনে প্রথমে ব্যাট করলে হয়তো কলকাতা সেই বোলিং আক্রমণ নিয়েই নামবে। পিচ বুঝে দলে এক জন পেসার বা স্পিনারকে দলে নেবে তারা।

মুম্বইয়ের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিল কলকাতার ব্যাটিং বিভাগ। তবে এখনই সেই বিভাগে কোনও পরিবর্তন করতে চাইবে না তারা। ফলে ইডেনেও ওপেন করতে নামতে পারেন সুনীল নারাইন এবং কুইন্টন ডি’কক। তিন নম্বরে নামতে পারেন অজিঙ্ক রাহানে। মিডল অর্ডার সামলানোর জন্য থাকবেন ফর্মে থাকা অঙ্গকৃশ রঘুবংশী। সেই সঙ্গে ফিনিশার হিসাবে রিঙ্কু সিংহ এবং রমনদীপ সিংহ রয়েছেন। অলরাউন্ডার আন্দ্রে রাসেলও ব্যাট হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।

বোলিং বিভাগে স্পেন্সার জনসনের পরিবর্তে অনরিখ নোখিয়া খেলতে পারেন। বাঁহাতি জনসন এখনও পর্যন্ত সে ভাবে প্রভাব ফেলতে পারেননি। তাঁর সঙ্গে হর্ষিত রানা থাকবেন পেস আক্রমণ সামলানোর জন্য। প্রথমে বল করলে তাঁর সঙ্গে বৈভব অরোরাকে খেলাবে কলকাতা। স্পিন বিভাগ সামলাবেন বরুণ চক্রবর্তী এবং নারাইন। ইডেনের পিচে যদি স্পিনারেরা সুবিধা পায়, তা হলে বিদেশি পেসারের পরিবর্তে মইন আলিকে খেলাতে পারে কলকাতা।

হায়দরাবাদ দল মানেই ব্যাটারদের রাজত্ব। ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা যেমন ওপেন করবে, তিন নম্বরে তেমন ঈশান কিশন থাকবেন। সেই সঙ্গে নীতীশ কুমার রেড্ডি, হাইনরিখ ক্লাসেন, অঙ্কিত বর্মা এবং অভিনব মনোহর রয়েছেন। পেস বিভাগ সামলানোর জন্য রয়েছেন প্যাট কামিন্স এবং মহম্মদ শামি। আর রয়েছেন হর্ষল পটেল। স্পিন বিভাগ সামলানোর জন্য থাকবেন জীশান আনসারি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলবেন অ্যাডাম জাম্পা।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলকাতার সম্ভাব্য একাদশ: সুনীল নারাইন, কুইন্টন ডি’কক (উইকেটরক্ষক), অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহ, হর্ষিত রানা, অনরিখ নোখিয়ে এবং বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা।

হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিশন, নীতীশ কুমার রেড্ডি, হাইনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), অঙ্কিত বর্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), জীশান আনসারি, হর্ষল পটেল এবং মহম্মদ শামি। ইমপ্যাক্ট প্লেয়ার: অ্যাডাম জাম্পা।

Advertisement
আরও পড়ুন