IPL 2025

ঘরের মাঠে বেঙ্গালুরুর খারাপ দশা কবে কাটবে? উত্তর দিলেন কোহলির দলের পাড়িক্কল

চলতি আইপিএলে চারটি ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। চারটিই বিপক্ষের মাঠে। ঘরের মাঠে দু’টি ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে তারা। ঘরের মাঠের দর্শকদের সামনে কবে জিতবে বিরাট কোহলির দল? উত্তর দিয়েছেন দেবদত্ত পাড়িক্কল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৯:০৫
cricket

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

চলতি আইপিএলে চারটি ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। চারটিই বিপক্ষের মাঠে। ঘরের মাঠে দু’টি ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে তারা। বেঙ্গালুরুর দর্শকদের সামনে কবে জিতবে বিরাট কোহলির দল? রাজস্থানকে হারিয়ে সেই উত্তর দিয়েছেন দেবদত্ত পাড়িক্কল। তাঁর বিশ্বাস, দ্রুতই চিন্নাস্বামী স্টেডিয়ামে জয় পাবেন তাঁরা।

Advertisement

এই আইপিএলে কলকাতা, চেন্নাই, মুম্বই এবং জয়পুরে গিয়ে জিতেছে বেঙ্গালুরু। আবার তারা ঘরের মাঠে নামবে ১৮ এপ্রিল, পঞ্জাবের বিরুদ্ধে। রাজস্থানের বিরুদ্ধে জিতে ফিল সল্টের সঙ্গে কথা বলতে গিয়ে পাড়িক্কল বলেন, “বিপক্ষের মাঠে চারটে ম্যাচ জিতে দারুণ লাগছে। আশা করি ঘরের মাঠেও খুব তাড়াতাড়ি আমরা জিততে পারব। সত্যি বলতে, এ বার ঘরের মাঠে কিছু করে দেখানোর সময় এসেছে। আমরা ভাল ক্রিকেট খেলছি। তাই ঘরের মাঠে জেতাটাও আমাদের দরকার।”

পাড়িক্কলের সুরে সুর মেলান সল্টও। তাঁর মতে, বেঙ্গালুরুর ঘরের মাঠে জেতা সময়ের অপেক্ষা। তিনি বলেছেন, “হয়তো আর কিছু দিনের মধ্যেই ঘরের মাঠে জিতব। আমার মনে হয় নিজেদের মাঠে আমরা খুব খারাপ খেলিনি। ওই মাঠে আমরা বাকিদের থেকে অনেক বেশি অনুশীলন করেছি। অনেক বেশি খেলেছি। তাই সমর্থকদের উৎসব করার সুযোগ করে দেওয়ার জন্য এ বার আমাদের জিততে হবে।”

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তিনে রয়েছে বেঙ্গালুরু। গুজরাত এবং দিল্লির পরেই।

Advertisement
আরও পড়ুন