BCCI

কোচ-নির্বাচকের ভূমিকায় অসন্তোষ, ব্যাখ্যা চাইলেন বোর্ডকর্তারা, রো-কো’র সঙ্গে দূরত্ব মেটানোর বার্তা

বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের এবং রোহিত শর্মার সঙ্গে অজিত আগরকরের দূরত্ব তৈরি হওয়ায় ক্ষুব্ধ বিসিসিআই কর্তারা। জরুরি বৈঠকে কোচ এবং প্রধান নির্বাচককে পরিস্থিতি স্বাভাবিক করার বার্তা দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ২১:১৫
picture of cricket

(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং অজিত আগরকর (ডান দিকে)। ছবি: এক্স।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের মাঝেই গৌতম গম্ভীর এবং অজিত আগরকরকে তলব ভারতীয় ক্রিকেট বোর্ডের। বিরাট কোহলি এবং রোহিত শর্মা রাঁচীতে রান করার পর কোচ এবং প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছেন বোর্ড কর্তারা। বিসিসিআই সূত্রে খবর, সোমবার দু’জনকেই বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বেশ কিছু ব্যাখ্যা চাওয়া হয়েছে।

Advertisement

কোহলি-রোহিতের সঙ্গে দূরত্ব

গম্ভীর এবং আগরকরের কাছে জানতে চাওয়া হয়, কোহলি-রোহিতের সঙ্গে তাঁদের দূরত্ব বা বিরোধ তৈরি হয়েছে কি না। কারণ, শোনা যাচ্ছে, গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের সময় থেকে কোচের সঙ্গে বিশেষ কথা বলছেন না কোহলি। আবার এক দিনের দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর আগরকরের সঙ্গে কথা বলা বন্ধ করেছেন রোহিত। মাঠে এবং সাজঘরের তাঁদের বিভিন্ন আচরণ দেখে সব কিছু স্বাভাবিক রয়েছে বলে মনে করছেন না বিসিসিআই কর্তারা। দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে এই ধরনের দূরত্ব ভাল ভাবে নিচ্ছেন না বোর্ডকর্তারা। গম্ভীর এবং আগরকরের কাছে ব্যাখ্যা চেয়েছেন কর্তারা।

গম্ভীরকে বিদ্রুপ কোহলি-রোহিত ভক্তদের

কিছু দিন ধরে মাঠে এবং সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের একাংশ বিদ্রুপ, কটাক্ষ করছেন গম্ভীরকে। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ়ে চুনকাম হওয়ার পর আরও বেড়েছে বিষয়টি। বার বার একই ঘটনা ভাল ভাবে নিচ্ছেন না বোর্ড কর্তারা। গম্ভীরের কিছু বক্তব্য এবং আচরণই দায়ী বলে মনে করছেন তাঁরা। এ নিয়েও সতর্ক করা হয়েছে ভারতীয় দলের কোচকে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মূলত এই দু’টি বিষয় নিয়েই গম্ভীর এবং আগরকরের সঙ্গে আলোচনা করেছেন বোর্ডকর্তারা। সূত্রের খবর, তাঁদের উত্তরে খুব একটা খুশি হননি কর্তারা। পরিস্থিতি স্বাভাবিক করার বার্তা দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন