Rishabh Pant

তোরা টেস্ট ক্রিকেটকে রসিকতার জায়গায় নিয়ে গিয়েছিস! মাঠেই পন্থের ধমক খেলেন কুলদীপ

ওভার শুরু করতে দেরি করছিলেন কুলদীপ। তাতেই রেগে যান অধিনায়ক পন্থ। ভারতীয় বোলারেরা ওভার দেরিতে শুরু করার জন্য ততক্ষণে আম্পায়ার দু’বার সতর্ক করে দিয়েছেন পন্থকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৮:০০
Rishabh Pant

ঋষভ পন্থ। —ফাইল চিত্র

মাঠেই মাথা গরম করলেন ঋষভ পন্থ। ধমক দিলেন কুলদীপ যাদবকে। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন সকালে এই ঘটনা ঘটল।

Advertisement

ওভার শুরু করতে দেরি করছিলেন কুলদীপ। তাতেই রেগে যান চলতি টেস্টে ভারতের অধিনায়কত্ব করা পন্থ। ভারতীয় বোলারেরা ওভার দেরিতে শুরু করার জন্য ততক্ষণে আম্পায়ার দু’বার সতর্ক করে দিয়েছেন পন্থকে। এরপর কুলদীপকে ঢিমেতালে বল করতে আসতে দেখে মেজাজ হারিয়ে ফেলেন তিনি।

স্টাম্প মাইকে শোনা যায় কুলদীপকে পন্থ বলছেন, ‘‘ভাই, ৩০ সেকেন্ডের টাইমার আছে। ঘর খেলছিস না কি? একটা বল তাড়াতাড়ি কর। ভাই কুলদীপ, দু’বার সতর্ক করেছেন আম্পায়ার। পুরো এক ওভার করতে হবে না। তোরা টেস্ট ক্রিকেটকে রসিকতার জায়গায় নিয়ে গিয়েছিস।’’

শনিবার প্রথম দিনই আম্পায়ার সতর্ক করেছিলেন পন্থকে। দ্বিতীয় দিন ৮৮তম ওভারে আম্পায়ার রিচার্ড কেটেলবোরো আবারও সতর্ক করেন তাঁকে। ওভারের মাঝে ৬০ সেকেন্ডের নিয়ম লঙ্ঘন করেছিল ভারতীয় দল। নিয়ম অনুযায়ী, একটা ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হয়। কিন্তু কয়েক জন ভারতীয় ক্রিকেটারকে ওভারের মাঝখানে গড়িমসি করতে দেখা যায়। অধিনায়কের বিরক্তিও বেড়ে যায়।

এই বছরের শুরুতে আইসিসি টেস্টে ‘স্টপ-ক্লক’ নিয়ম চালু করে। যার ফলে ফিল্ডিং করা দলকে ওভার শেষ হওয়ার এক মিনিটের মধ্যে পরের ওভার শুরু করতে হয়। দলগুলিকে দু’বার সতর্ক করা হয়। তৃতীয় বার থেকে এই অপরাধ করলে ব্যাটিং দল প্রত্যেক বারের জন্য পাঁচটি পেনাল্টি রান পায়। প্রতি ৮০ ওভারের পরে নতুন করে এই অপরাধ গোণা হয়। ২০২৪ সালের জুন থেকে এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টিতে এই নিয়ম ইতিমধ্যেই ব্যবহার করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন