India vs South Africa 2025

খেলেছেন মাত্র ২৪ বল, রান ২৭, তাতেই নজির পন্থের! ইডেনে ভেঙে দিলেন সহবাগের ভারতীয় রেকর্ড

ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৭ রান করে আউট হয়ে গেলেও কীর্তি গড়েছেন। ভেঙে দিয়েছেন বীরেন্দ্র সহবাগের একটি ভারতীয় রেকর্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৩:২৫
picture of Rishabh Pant

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

টেস্ট ক্রিকেটে নজির ঋষভ পন্থের। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৭ রান করে আউট হয়ে গেলেও কীর্তি গড়েছেন। ভেঙে দিয়েছেন বীরেন্দ্র সহবাগের একটি ভারতীয় রেকর্ড।

Advertisement

টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়লেন পন্থ। শনিবার ২৭ রানের ইনিংসে ২টি ছয় মেরেছেন উইকেটরক্ষক-ব্যাটার। তাতেই হয়েছে নতুন নজির। এই ম্যাচের আগে পর্যন্ত ভারতীয়দের মধ্যে টেস্টে ছক্কা মারার ক্ষেত্রে সহবাগের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন পন্থ। এ দিন সহবাগকে টপকে গেলেন। শনিবারের ইনিংসের পর টেস্টে পন্থের ছক্কার সংখ্যা হল ৯২টি। সহবাগের ছক্কার সংখ্যা ৯০টি।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে উঠে এলেও সব মিলিয়ে পন্থ রয়েছেন সপ্তম স্থানে। এ ক্ষেত্রে বিশ্বরেকর্ড ইংল্যান্ডের বেন স্টোকসের। ইংল্যান্ডের অধিনায়ক টেস্টে ১৩৬টি ছয় মেরেছেন। তালিকায় দ্বিতীয় স্থানে নিউ জ়িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম। টেস্টে তাঁর ছয়ের সংখ্যা ১০৭টি। তালিকায় তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। টেস্টে তাঁর ছক্কার সংখ্যা ১০০টি। চতুর্থ থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত যথাক্রমে রয়েছেন টিম সাউদি (৯৮), ক্রিস গেল (৯৮) এবং জ্যাক কালিস (৯৭)।

Advertisement
আরও পড়ুন