India Vs New Zealand

অনুশীলনে ব্যাট করতে গিয়ে চোট পেলেন পন্থ, মাঠেই হল চিকিৎসা, রোহিতের কাছে ব্যাটিংয়ের পরামর্শ পেলেন সিরাজ

শনিবার ভারতের অনুশীলনে ব্যাট করতে গিয়ে চোট পেলেন ঋষভ পন্থ। মহম্মদ সিরাজকে দেখা গেল রোহিত শর্মার থেকে ব্যাটিংয়ের পরামর্শ পেতে। গোটা দলকে ফুরফুরে মেজাজেই পাওয়া গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ২০:২১
cricket

চোট পাওয়ার আগে অনুশীলনে এ ভাবেই হাসিখুশি ছিলেন পন্থ। ছবি: পিটিআই।

শনিবার বডোদরার কোটাম্বি স্টেডিয়ামে ভারতের ঐচ্ছিক অনুশীলনে বেশ কিছু দৃশ্য দেখা গেল। ব্যাট করতে গিয়ে চোট পেলেন ঋষভ পন্থ। অন্য দিকে, মহম্মদ সিরাজকে দেখা গেল রোহিত শর্মার থেকে ব্যাটিংয়ের পরামর্শ পেতে। অর্থাৎ এক দিনের সিরিজ়ে সিরাজের প্রত্যাবর্তন হচ্ছে বলেও ধরে নেওয়া হচ্ছে।

Advertisement

এ দিন অনুশীলনে থ্রোডাউন বিশেষজ্ঞের ছোড়া বল খেলছিলেন পন্থ। আচমকাই একটি বল লাফিয়ে উঠে পন্থের কোমরের একটু উপরে লাগে। সেই মুহূর্তে পন্থকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। কোচ গৌতম গম্ভীর-সহ দলের বাকি সাপোর্ট স্টাফেরা ছুটে আসেন। চিকিৎসক এসে পন্থের শুশ্রুষা করেন। কিছু ক্ষণ পর উঠে দাঁড়িয়ে স্টেডিয়ামের গ্রাউন্ড বি-র দিকে এগিয়ে যান পন্থ। সেখানে প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা বলছিলেন শুভমন গিল। কী নিয়ে কথা হচ্ছিল তা অবশ্য অজানা।

একটি নেটে রোহিতকে দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরাজের ব্যাটিং দেখছেন। সিরাজ চেষ্টা করছিলেন প্রতিটি বলেই চালিয়ে খেলার। কিন্তু ব্যাটে-বলে কিছুতেই সংযোগ হচ্ছিল না। রোহিত তখন গিয়ে সিরাজকে কিছু একটা বলেন। তার পর একটু ধীরস্থির ভঙ্গিতে খেলতে দেখা যায় ভারতের বোলারকে।

পন্থ ছাড়াও শ্রেয়স আয়ার, সিরাজ-সহ যাঁরা বিজয় হজারে খেলতে ব্যস্ত ছিলেন তাঁরা প্রত্যেকেই হাজির ছিলেন অনুশীলনে। শ্রেয়সের পাশের নেটেই ব্যাট করছিলেন কেএল রাহুল। ভারতের মিডল অর্ডার সামলানোর দায়িত্ব তাঁদের কাঁধেই। পাশে আর একটি নেটে ব্যাট করেন রবীন্দ্র জাডেজাও।

Advertisement
আরও পড়ুন