Rohit Sharma

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রো-কো’র আলিঙ্গন, সেই মুহূর্তের অনুভূতির কথা জানালেন রোহিত

২০০৮ সাল থেকে ভারতীয় দলে একসঙ্গে খেলছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। অথচ ২০২৪ সালের আগে দু’জনে একসঙ্গে কখনও বিশ্বকাপ জিততে পারেননি। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলে অবশ্য দু’জনেই ছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৪:১২
picture of cricket

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা এবং বিরাট কোহলির সেই আলিঙ্গন। —ফাইল চিত্র।

২০২৩ সালে অপরাজিত থেকে এক দিনের বিশ্বকাপ ফাইনালে উঠেও ঘরের মাঠে ট্রফি জেতা হয়নি। সেই আক্ষেপ নিয়েই ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সেখানেও অপরাজিত থেকে ফাইনালে ওঠে ভারত। টান টান ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রোহিতের দল। সেই জয়ের পর রোহিত-কোহলি পরস্পরকে জড়িয়ে ধরেছিলেন। দু’জনেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সেই মুহূর্তের অনুভূতির কথা জানিয়েছেন রোহিত।

Advertisement

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর রোহিত এবং কোহলি পরস্পরকে জড়িয়ে ধরেছিলেন (বিয়ার-হাগ)। সেই আলিঙ্গন নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘‘আমাদের (তিনি ও বিরাট) উপর প্রত্যাশার প্রচুর চাপ ছিল, যাতে দলকে জেতাতে পারি। বাকিরা বিশ্বকাপ জেতার ব্যাপারে উৎসুক ছিল না বা খিদে ছিল না, তা বলছি না। কিন্তু ‘সিনিয়র’ শব্দটা ব্যবহার করতে খুব একটা ইচ্ছে না করলেও বলছি, ওই দলে আমরা দু’জনই সবচেয়ে সিনিয়র ছিলাম।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমরা একসঙ্গে প্রচুর খেলেছি। শুধু আইপিএল একসঙ্গে খেলিনি। ও যখন ভারতীয় দলে এল তখন আমার মাত্র এক বছর হয়েছে। ওই বিশ্বকাপের আগে আমরা দু’জনেই প্রচুর হতাশার সাক্ষী থেকেছি, বিশেষ করে বিশ্বকাপে। দু’জনেই জানতাম এটাই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।’’

রোহিত বুঝিয়ে দিয়েছেন, বিশ্বজয়ের স্বপ্ন সফল হওয়ার পর নিজেদের আবেগ সংযত করতে পারেননি তাঁরা। বার বার ব্যর্থতার পরও নিজেদের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি জিততে তাঁরা মরিয়া ছিলেন। সেই বিশেষ মুহূর্তই তাঁদের আলিঙ্গনে বেঁধে রেখেছিল।

Advertisement
আরও পড়ুন