ICC T20 World Cup 2026

রোহিতের হাতে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি প্রকাশ

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদবেরা কেমন জার্সি পরে খেলবেন, তা জানা গেল বুধবার। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় এক দিনের ম্যাচে লোকেশ রাহুলদের ইনিংস শেষ হওয়ার পর রোহিত শর্মার হাত ধরে প্রকাশ্যে এল জার্সি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৭
picture of cricket

(বাঁ দিকে) তিলক বর্মা এবং রোহিত শর্মা (ডান দিকে)। তাঁদের হাতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের জার্সি। ছবি: এক্স।

সূর্যকুমার যাদবদের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি প্রকাশ্যে এল বুধবার। রোহিত শর্মা ভারতের বিশ্বকাপের জার্সি উদ্বোধন করলেন। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন রোহিত। তাঁর নেতৃত্বে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

Advertisement

জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে রোহিতের সঙ্গে ছিলেন ভারতের তরুণ ব্যাটার তিলক বর্মাও। গত এশিয়া কাপে সূর্যকুমারের দলের সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল তিলকের। ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকীয়াও।

ছোট্ট অনুষ্ঠানে রোহিত বলেন, ‘‘আমরা ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম। তার পরের বিশ্বকাপ জিততে আমাদের ১৫ বছরেরও বেশি অপেক্ষা করতে হয়েছে। একটা দীর্ঘ যাত্রা ছিল আমাদের। যে পথে ছিল অনেক উত্থান-পতন। গত বার আবার ট্রফি জেতার অনুভূতি দুর্দান্ত ছিল।’’ তিনি আরও বলেন, ‘‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। আশা করছি খুব উত্তেজক প্রতিযোগিতা হবে। দলের জন্য আমার শুভকামনা সব সময় থাকবে। আমি নিশ্চিত সকলেই দলের পাশে থাকবেন, সমর্থন করবেন। আমাদের ক্রিকেটারেরাও নিজেদের সেরাটা উজাড় করে দেবে।’’

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় এক দিনের ম্যাচে লোকেশ রাহুলদের ইনিংস শেষ হওয়ার পর মাঠে হয় ছোট্ট অনুষ্ঠান। রোহিত এবং তিলকের হাতে বিশ্বকাপের জার্সি তুলে দেন ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর সংস্থা। টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলছেন মুম্বইয়ের হয়ে। লখনউয়ে রয়েছেন তিনি। তাই এ দিন রায়পুরে আসতে পারেননি। দলের সহ-অধিনায়ক শুভমন গিল রয়েছেন বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। ঘাড়ের চোটমুক্ত হওয়ার পর রিহ্যাব করছেন শুভমন। তাই তিনিও বুধবার রায়পুর আসতে পারেননি।

Advertisement
আরও পড়ুন