IPL 2025

সাজঘরে ফিরতেই বৈভবের কাছে আবদার দ্রাবিড়ের, কী চাইলেন রাজস্থান দলের কোচ?

বৈভব শতরান করার পর দ্রাবিড় উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন। তাঁর পায়ে চোট ছিল। হুইলচেয়ার, ক্রাচ ছাড়া চলাফেরা করতে সমস্যা হচ্ছে। সেই দ্রাবিড় দাঁড়িয়ে পড়েন বৈভবের ইনিংস দেখে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৩:৪৪
Vaibhab Suryavanshi

বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।

নিলামে রাহুল দ্রাবিড়ের পরামর্শেই কেনা হয়েছিল ১৪ বছরের বৈভব সূর্যবংশীকে। কোচ বিশ্বাস রেখেছিলেন। প্রতিদান দিল বৈভব। সোমবার শতরান করে দলকে জেতাল। তার সেই ইনিংস দেখে বসে থাকতে পারেননি দ্রাবিড়। পায়ে চোট থাকলেও হুইলচেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছিলেন। দু’হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। বৈভব সাজঘরে ফিরতেই দ্রাবিড় তার কাছে একটি আবদার করেন। বলেন, এরকম ইনিংস আরও খেলতে হবে।

Advertisement

রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্দর জানালেন, বৈভবকে জড়িয়ে ধরে দ্রাবিড় কী ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন। ভিন্দর বলেন, “কোচের জন্যেও দারুণ মুহূর্ত। নিলামে দ্রাবিড়ই নিয়েছিল বৈভবকে। ওর উপর বিশ্বাস রেখেছিল। অনুশীলনে তৈরি করেছিল বৈভবকে। তার পর যখন ফল পাওয়া গিয়েছে, তখন তো আনন্দ হবেই। দ্রাবিড়ও তো মানুষ। বৈভব অসম্ভব প্রতিভাবান। এমন একজনকে দেশের মানুষের সামনে আনতে পেরে আমরা খুশি। দ্রাবিড় সাজঘরে বৈভবকে জড়িয়ে ধরে। বলে, আগামী দিনেও এমন ইনিংস খেলতে হবে।”

সোমবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রান করে বৈভব। ১৪ বছর ৩২ দিন বয়সে আইপিএলে শতরান করে ইতিহাস গড়ে সে। ২১০ রানের লক্ষ্য ছিল রাজস্থানের সামনে। ১৫.৫ ওভারেই সেই রান তুলে নেয় তারা। নেপথ্যে বৈভবের বিধ্বংসী ইনিংস।

বৈভব শতরান করার পর দ্রাবিড় উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন। তাঁর পায়ে চোট ছিল। হুইলচেয়ার, ক্রাচ ছাড়া চলাফেরা করতে সমস্যা হচ্ছে। সেই দ্রাবিড় দাঁড়িয়ে পড়েন বৈভবের ইনিংস দেখে। কোচ যে কতটা খুশি সেটা বোঝা যাচ্ছিল ওই উচ্ছ্বাস দেখে।

Advertisement
আরও পড়ুন