Yashasvi Jaiswal

যশস্বী খেলুন বিশ্বকাপে, চান সৌরভ

সোমবার সিএবি-তে সৌরভ বলেন, ‘‘যশস্বী অসাধারণ ভঙ্গিতে শুরু করেছে। বিশ্বকাপের দলে ওকে অবশ্যই রাখা উচিত।’’ যোগ করেন, ‘‘ডান হাতি ও বাঁ-হাতি ব্যাটসম্যানের জুটি বরাবরই গুরুত্বপূর্ণ।”

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ০৬:৫৮
An image of Yashasvi Jaiswal

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

যশস্বী জয়সওয়ালকে বিশ্বকাপের দলে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু যশস্বী এশিয়াডের দলে রয়েছেন। এশিয়াডের ফাইনালের দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ ভারতের। তবুও সৌরভ মনে করেন, এশিয়াডের দল থেকে তাঁকে মূল ভারতীয় দলে নেওয়া উচিত।

সোমবার সিএবি-তে সৌরভ বলেন, ‘‘যশস্বী অসাধারণ ভঙ্গিতে শুরু করেছে। বিশ্বকাপের দলে ওকে অবশ্যই রাখা উচিত।’’ যোগ করেন, ‘‘ডান হাতি ও বাঁ-হাতি ব্যাটসম্যানের জুটি বরাবরই গুরুত্বপূর্ণ। আশা করি, ও দলে নিজের জায়গা পাকা করে ফেলবে।’’ সৌরভের মতোই টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন যশস্বী। যা নিয়ে প্রাক্তন ভারত অধিনায়কের প্রতিক্রিয়া, ‘‘যে কোনও সেঞ্চুরিই তাৎপর্যপূর্ণ। প্রথম ম্যাচে সেঞ্চুরি করার অনুভূতি অন্য রকম। চাই, যশস্বী এই ভাবেই এগিয়ে চলুক।’’

আরও পড়ুন