Dasun Shanaka

ঘরোয়া ম্যাচের মাঝপথে টি-টোয়েন্টি লিগ খেলতে বিদেশ পাড়ি! তদন্ত শুরু ক্রিকেটারের বিরুদ্ধে

ব্যাট করেই মাঠ এব‌ং দেশ ছাড়েন দাসুন শনাকা। ঘরোয়া ক্রিকেটের ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেননি শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। তাতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৪
Picture of Dasun Shanaka

দাসুন শনাকা। —ফাইল চিত্র।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দাসুন শনাকার বিরুদ্ধে তদন্ত শুরু করল শ্রীলঙ্কা ক্রিকেট। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ক্লাব ম্যাচের মাঝপথে খেলা ছেড়ে চলে গিয়েছেন বিদেশের লিগ খেলতে। এই ঘটনায় ক্ষুব্ধ শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের ক্লাব সিংহলসি স্পোর্টসের কর্তৃপক্ষও।

Advertisement

মুর স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে প্রথম শ্রেণির একটি ম্যাচ খেলছিলেন শনাকা। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি তিনি আইএল টি-টোয়েন্টিতেও খেলছিলেন। ঘরোয়া ক্রিকেটে সিংহলসি অবনমনের আওতায় থাকায় শনাকাকে ম্যাচটি খেলার নির্দেশ দিয়েছিলেন ক্লাব কর্তৃপক্ষ। চার দিনের সেই ম্যাচের মধ্যেই শনাকার খেলা ছিল আবু ধাবির প্রতিযোগিতাতেও। শনাকা ক্লাবের হয়ে ৮৭ বলে ১২৩ রানের ইনিংস খেলেন। ব্যাট করেন ম্যাচের দ্বিতীয় এবং তৃতীয় দিনে। কিন্তু আউট হওয়ার পর আর অপেক্ষা করেননি। বিদেশের খেলতে যাওয়ার জন্য মাঠ ছেড়ে চলে যান। দলের হয়ে আর ফিল্ডিং করেননি। সে দিনই সন্ধেয় দুবাই ক্যাপিটালসের হয়ে ১২ বলে ৩৪ রানের ইনিংস খেলেন শনাকা।

এই ঘটনায় ক্ষুব্ধ শ্রীলঙ্কার ক্রিকেট সংস্থা। শনাকার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এক জন ক্রিকেটার কী করে ম্যাচ শেষ হওয়ার আগেই বিদেশে খেলার জন্য চলে যেতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্রিকেট শ্রীলঙ্কার পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষও তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। দোষ প্রমাণিত হলে শাস্তি হতে পারে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের।

২০২৪ সালের জুলাইয়ে শেষ বার শ্রীলঙ্কার হয়ে খেলেছেন শনাকা। দেশের হয়ে ছ’টি টেস্ট, ৭১টি এক দিনের ম্যাচ এবং ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন শনাকা।

Advertisement
আরও পড়ুন