T20 World Cup 2021

T20 World Cup 2021: আইপিএল নয়, বিশ্বকাপে কোহলীদের ব্যর্থতার কারণ অন্য, কী বললেন হরভজন, গাওস্কর

কোহলীদের ব্যর্থতার জন্য আইপিএল-কে পরোক্ষে দায়ী করেছেন ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ। একই সুরে কথা বলেছেন দলের জোরে বোলার যশপ্রীত বুমরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২১ ২১:১৫
বিশ্বকাপে ব্যর্থ ভারত

বিশ্বকাপে ব্যর্থ ভারত ছবি: টুইটার থেকে।

টি২০ বিশ্বকাপে বিরাট কোহলীদের ব্যর্থতার জন্য আইপিএল-কে পরোক্ষে দায়ী করেছেন ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ। একই সুরে কথা বলেছেন দলের জোরে বোলার যশপ্রীত বুমরা থেকে শুরু করে হেড কোচ রবি শাস্ত্রী। সব যুক্তিকে উড়িয়ে দিলেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ ও সুনীল গাওস্কর। তাঁদের মতে, দলের ব্যাটিং ব্যর্থতার ফলেই হারতে হয়েছে কোহলীদের

সাংবাদিক বৈঠকে এসে ভরত জানান, আইপিএল ও বিশ্বকাপের মধ্যে সময় খুব কম ছিল। টানা জৈবদুর্গে থাকতে থাকতে ক্রিকেটাররা ক্লান্ত হয়ে পড়েছেন। সেই সঙ্গে টসে হারায় সমস্যা হয়েছে। দুবাইয়ে রাতের খেলায় যে দল হারছে সেই দল অনেক সুবিধা পাচ্ছে।

Advertisement

ভরতের মন্তব্য খারিজ করে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, ‘‘আমি শুনেছি ভরত বলেছেন টসে জিতলে ফল অন্য রকম হত। এ সব কথা অর্থহীন। প্রথম ব্যাট করবে না বল করবে, এ কথা ভেবে কোনও দল খেলতে নামে না। আইপিএল-এর ফাইনালে চেন্নাই সুপার কিংস কী ভাবে প্রথমে ব্যাট করে জিতল? প্রথমে ব্যাট করলে বড় রান করতে হবে। আমাদের স্বীকার করে নিতে হবে, খারাপ ব্যাট করায় হারতে হয়েছে।’’

একই কথা শোনা যায় গাওস্করের মুখেও। তিনি বলেন, ‘‘আফগানিস্তানের বিরুদ্ধে আমরা যে ভাবে ব্যাট করেছিলাম সে ভাবে আগের দু’ম্যাচে ব্যাট করলে কোনও সমস্যা হত না। যখন শিশির পড়ে তখন বোলারদের জন্য অতিরিক্ত ৩০-৪০ রান দিতে হয়। সেই রানই পার্থক্য গড়ে দেয়।’’

Advertisement
আরও পড়ুন