ICC T20 World Cup 2026

শুভমনকে বাদ দিয়ে নির্বাচকেরা বার্তা দিয়েছেন খোদ সূর্যকে! বিশ্বকাপই জিয়নকাঠি, রান না পেলে ছাঁটাই হবেন অধিনায়কও

সূর্যকুমার যাদবকে আপাতত বাঁচিয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বড় প্রতিযোগিতার আগে নেতৃত্বে বদল চাননি কোচ গৌতম গম্ভীর। তবে শুভমন গিলকে বাদ দিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে সূর্যকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১১:৫৭
picture of cricket

(বাঁ দিকে) শুভমন গিল এবং সূর্যকুমার যাদব (ডান দিকে)। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নেতৃত্বে বদল করতে চাননি কোচ গৌতম গম্ভীর। সাজঘরে পরিবেশ বিঘ্নিত করতে চাননি। একমাত্র এই কারণেই ফর্ম হারানো সূর্যকুমার যাদব জায়গা পেয়েছেন আসন্ন বিশ্বকাপের দলে। ফর্মে না থাকা শুভমন গিলকে ছেঁটে ফেলার পর শনিবারের নির্বাচনী বৈঠকেই সূর্যকে কড়া বার্তা দিয়েছেন গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকর।

Advertisement

রান করতে না পারলে জায়গা ছেড়ে দিতে হবে। অতীতের পারফরম্যান্স এবং অধিনায়কের পদাধিকারে দলে টিকে থাকা যাবে না। বিরাট কোহলি, রোহিত শর্মার পর কোচ গম্ভীরের অসন্তোষের তালিকায় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যও। টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ককে ২০ ওভারের বিশ্বকাপের দলে না রাখার সরকারি যুক্তি হিসাবে চোটের কথা বলা হয়েছে। তবে আসল কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে একের পর এক ব্যর্থতা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে এমনই জানা গিয়েছে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সহ-অধিনায়ককে বিশ্বকাপের দল থেকে ছেঁটে ফেলে কড়া বার্তা দেওয়া হয়েছে অধিনায়ক সূর্যকে। প্রত্যাশাপূরণ করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপেই শেষ হয়ে যেতে পারে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবন। কারণ টেস্ট বা এক দিনের দলে সূর্যকে বিবেচনা করা হয় না দীর্ঘ দিন।

২০২৫ সালে ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সূর্য। ২১৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। স্ট্রাইক রেট ১২৩.২। গম্ভীর প্রকাশ্যে বলছেন, সূর্যের ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন। যে কোনও দিন বড় রান পাবেন অধিনায়ক। কিন্তু আসল পরিস্থিতি তা নয়। ম্যাচের পর ম্যাচে অধিনায়কের ব্যর্থতায় গম্ভীর বিরক্ত। সূর্য সাধারণত ব্যাটিং অর্ডারের চার নম্বরে নামেন। পাওয়ার প্লে কাজে লাগিয়ে অধিনায়ককে ফর্মে ফেরাতে কয়েকটি ম্যাচে সূর্যকে তিন নম্বরেও নামিয়েছেন গম্ভীর। কিন্তু লাভ কিছু হয়নি। প্রভাব পড়ছে দলের ইনিংসে।

বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘এক বছর ধরে সূর্য ফর্মে নেই। তা-ও ওকে অধিনায়ক রেখে দেওয়া হয়েছে। শুভমনও রান করতে পারছে না। অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং জুটি জমছে না। তাই একটা সিদ্ধান্ত নিতেই হয়েছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘সূর্য যদি এ ভাবে ব্যর্থ হতে থাকে, তা হলে সাজঘরে ওর অবস্থান দুর্বল হবে। অন্যদের নিয়ন্ত্রণ করতে সমস্যা হতে পারে। প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন আরও তীব্র হবে। এমন পরিস্থিতি কাম্য নয়। গম্ভীর মনে করেন, সব ম্যাচ জেতা সম্ভব নয়। তাঁর একমাত্র লক্ষ্য জেতাও নয়। কিন্তু জয়কে লঘু করে দেখতেও তিনি নারাজ। শুক্রবার শুভমনের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। এর পর হয়তো সূর্যকে নিয়েও নিতে হবে।’’

বোর্ডের ওই কর্তা বুঝিয়ে দিয়েছেন, সূর্যকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত এক রকম চূড়ান্ত। আপাতত বিশ্বকাপ তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবনের অক্সিজেন। এক মাত্র জীবনদায়ী ওষুধ, ব্যাটে রান।

Advertisement
আরও পড়ুন