Rinku Singh

বিয়ে পিছিয়ে দিলেন রিঙ্কু, কেন এই সিদ্ধান্ত নিলেন কেকেআরের ব্যাটার?

১৮ নভেম্বর রিঙ্কুর বিয়ে হবে বলে জানা গিয়েছিল। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগ্‌দান সেরে ফেলেছেন রিঙ্কু। এক সংবাদমাধ্যম ‘অমর উজালা’ সূত্রে জানা গিয়েছে, এই বছর বিয়ে হচ্ছে না তাঁদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১২:৩৫
Priya Saroj and Rinku Singh

প্রিয়া সরোজ এবং রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

এই বছর নভেম্বরে রিঙ্কু সিংহের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দিচ্ছেন রিঙ্কু নিজেই। পরের বছর বিয়ে করবেন তিনি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হবে রিঙ্কুর বিয়ে।

Advertisement

১৮ নভেম্বর রিঙ্কুর বিয়ে হবে বলে জানা গিয়েছিল। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগ্‌দান সেরে ফেলেছেন রিঙ্কু। এক সংবাদমাধ্যম ‘অমর উজালা’ সূত্রে জানা গিয়েছে, এই বছর বিয়ে হচ্ছে না তাঁদের। নভেম্বরে ভারতের খেলা রয়েছে। জাতীয় দলের হয়ে খেলতে যাবেন রিঙ্কু। সেই কারণেই নভেম্বরে বিয়ে করবেন না তিনি।

৮ জুন বাগ্‌দান হয় রিঙ্কু এবং প্রিয়ার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, অভিনেত্রী জয়া বচ্চন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল, ক্রিকেটার ভুবনেশ্বর কুমারের মতো ব্যক্তিত্বেরা। সেই সময়ই জানা গিয়েছিল ১৮ নভেম্বর বিয়ে হবে রিঙ্কুর। বারাণসীর একটি বিলাসবহুল হোটেল ওই দিনের জন্য ভাড়া করা হয়েছিল পরিবারের তরফে। এখন বিয়ে পিছিয়ে গিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে। দিন এখনও জানা যায়নি।

উত্তরপ্রদেশের জৌনপুর জেলার মছলীশহর থেকে ভোটে জিতে সাংসদ হন প্রিয়া। নয়ডার এক বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক পাশ করেন তিনি। প্রিয়ার বাবা ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই রিঙ্কুর সঙ্গে পরিচয় হয় প্রিয়ার। দুই পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেয়।

রিঙ্কু দেশের হয়ে ৩৩টি টি-টোয়েন্টি এবং দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সূচি অনুযায়ী, নভেম্বরে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে।

Advertisement
আরও পড়ুন