(বাঁ দিকে) যুবরাজ সিংহ, হরমনপ্রীত কৌর (ডান দিকে)। ছবি: পিটিআই।
বৃহস্পতিবার সন্ধ্যায় মুল্লানপুর স্টেডিয়ামে সম্মানিত করা হল যুবরাজ সিংহ ও হরমনপ্রীত কৌরকে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে দু’জনের নামে স্টেডিয়ামে স্ট্যান্ড উদ্বোধন হল।
নতুন নির্মিত মহারাজা যাদবিন্দর সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই তারকা জুটির নামে স্ট্যান্ডের নামকরণ করা হল।
গত মাসে ভারতকে মহিলাদের এক দিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন হরমনপ্রীত। তার স্বীকৃতি হিসাবে নিজের ঘরের মাঠে সম্মানিত হলেন হরমন। অন্য দিকে পঞ্জাবের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার যুবরাজ। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল। সেই বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছিলেন যুবরাজ। তিনিও নিজের রাজ্যে সম্মানিত হলেন।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই স্ট্যান্ড দু’টির উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে হরমনপ্রীতের সঙ্গে যোগ দেন ভারতের মহিলা বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্য হার্লিন দেওল এবং আমনজ্যোত কৌর।
বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসও উপস্থিত ছিলেন।
পঞ্জাব সরকার হরমনপ্রীত, হার্লিন এবং আমনজ্যোতের প্রত্যেককে ১১ লক্ষ টাকা করে, আর বিশ্বকাপজয়ী দলের ফিল্ডিং কোচ মুনিশ বালিকে ৫ লক্ষ টাকা দেয়।