Syed Mushtaq Ali Trophy

বড় রান পেল না বৈভব, আবার হারল বিহার, শামির চার উইকেটে মুস্তাক আলিতে সার্ভিসেসকে হারাল বাংলা

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বড় রান পেল না বৈভব সূর্যবংশী। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছে তার। সার্ভিসেসকে হারিয়েছে বাংলা। চার উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন মহম্মদ শামি। ম্যাচের সেরাও তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৯:০৯
cricket

মহম্মদ শামি। ছবি: পিটিআই।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বড় রান পেল না বৈভব সূর্যবংশী। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হলেও ভাল খেলেছে সে। তবে আবার হেরে গিয়েছে বিহার। এ বার তারা গোয়ার কাছে হেরেছে। অন্য দিকে, সার্ভিসেসকে হারিয়েছে বাংলা। চার উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন মহম্মদ শামি। ম্যাচের সেরাও তিনি।

Advertisement

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে গোয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেছিল বিহার। তাদের দুই ওপেনারই ভাল খেলেন। বৈভব চারটি চার এবং চারটি ছয়ের সাহায্যে ২৫ বলে ৪৬ রান করে আউট হয়। অধিনায়ক সাকিবুল গনি ৪১ বলে ৬০ রান করেন। চারটি চার এবং তিনটি ছয় মেরেছেন তিনি। তিনে নামা আকাশ রাজ ৩১ বলে ৪০ রান করেন। তার পর আর কোনও ব্যাটারই রান পাননি। ২০ ওভারে ১৮০/৭ তোলে গোয়া। অর্জুন তেন্ডুলকর ৩২ রানে ২ উইকেট নেন।

গোয়ায় দুই ক্রিকেটারই তাদের জিতিয়ে দিয়েছেন। ওপেনার ৪৯ বলে ৬৪ রান করেন পাঁচটি চার এবং একটি ছয়ের সাহায্যে। এর পর অধিনায়ক সুযশ প্রভুদেসাই ৪৬ বলে ৭৯ রান করে দলকে জিতিয়ে দেন। তিনি ছ’টি চার এবং তিনটি ছয় মেরেছেন। পাঁচ উইকেটে জিতেছে গোয়া।

হায়দরাবাদে টসে জিতে সার্ভিসেসকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। প্রথম বলেই গৌরব কোছরকে আউট করেন শামি। এর পর অপর ওপেনার রবি চৌহানকেও (২৬) আউট করেন। পরের দিকে তুলে নেন নকুল শর্মা (৩২) এবং বিশাল গৌরকে (০)। সার্ভিসেসের কোনও ব্যাটারকেই বড় রান করতে দেয়নি বাংলা। সর্বোচ্চ অধিনায়ক মোহিলা অহলাবতের ৩৮। ৩.২ ওভার বল করে ১৩ রানে ৪ উইকেট নিয়েছেন শামি। ২৭ রানে ৩ উইকেট আকাশ দীপের।

জবাবে বাংলা ২৯ বল বাকি থাকতে জিতেছে। প্রথম বলে করণ লাল (০) ফিরলেও দ্বিতীয় উইকেটে অভিষেক পোড়েল (৫৬) এবং অভিমন্যু ঈশ্বরণের (৫৮) ৯৩ রানের জুটি বাংলার জয়ের পথ প্রশস্ত করে দেয়। পরের দিকে ভাল খেলেন যুবরাজ কেশওয়ানি (অপরাজিত ৩৬) এবং আকাশ দীপ (অপরাজিত ১৪)।

Advertisement
আরও পড়ুন