Duleep Trophy 2025

দলীপ ট্রফিতে অভিষেকেই নজির দানিশ মালেওয়ারের, কী কীর্তি গড়লেন নতুন ব্যাটার?

গত মরসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় দানিশ মালেওয়ারের। প্রথম ম্যাচ থেকেই ব্যাট হাতে নজর কাড়ছেন তরুণ ব্যাটার। দলীপ ট্রফিতে নিজের প্রথম ম্যাচেও গড়লেন কীর্তি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১১:৫১
Picture of Danish Malewar

দানিশ মালেওয়ার। ছবি: এক্স।

দলীপ ট্রফিতে নজির গড়লেন বিদর্ভের ব্যাটার দানিশ মালেওয়ার। অভিষেক ম্যাচেই মধ্যাঞ্চলের হয়ে দ্বিশতরান করলেন ২১ বছরের ক্রিকেটার। বিদর্ভের প্রথম ক্রিকেটার হিসাবে দলীপ ট্রফিতে দ্বিশতরান করার নজির গড়লেন মালেওয়ার।

Advertisement

২০২৪ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন মালেওয়ার। গত মরসুমের পর এই মরসুমেও ধারাবাহিক ভাবে রান করেছেন। রঞ্জি ট্রফিতে ২টি শতরান এবং ৬টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। দলীপ ট্রফির প্রথম ম্যাচে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে ২২০ বলে ২০০ রান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২২২ বলে ২০৩ রান আউট হন তিনি। তাঁকে অবশ্য উত্তর-পূর্বাঞ্চলের কোনও বোলার আউট করতে পারেননি। রিটায়ার্ড আউট হন তরুণ ব্যাটার। তিন নম্বরে ব্যাট করতে নামা মালেওয়ারের ইনিংসে রয়েছে ৩৬টি চার এবং ১টি ছয়। প্রথম দিনের খেলার শেষে ১৯৮ রানে অপরাজিত ছিলেন মালেওয়ার। অধিনায়ক রজত পাটিদারের (১২৫) সঙ্গে দ্বিতীয় উইকেটে ৩৪৩ রানের জুটি গড়েন তরুণ ব্যাটার।

নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন মালেওয়ার। তাঁর বাবা বিষ্ণু মালেওয়ার অন্ধ ক্রিকেটার ভক্ত। তাঁর ইচ্ছা, উৎসাহেই ক্রিকেটার হয়েছেন ২১ বছরের তরুণ। রঞ্জির পর দলীপেও নজরকাড়া ব্যাটিংয়ের পর মালেওয়ার বলেছেন, ‘‘বাবা প্রথম থেকেই চাইতেন, আমি ক্রিকেট খেলি। সাত বছর বয়সে অ্যাকাডেমিতে ভর্তি করে দেন। আমার ক্রিকেটের খরচ চালানোর জন্য বাবাকে প্রচুর কষ্ট করতে হয়েছে। একটা সময় পর্যন্ত অন্যদের কাছ থেকে ব্যাট, প্যাড, গ্লাভস কিনে ক্রিকেট খেলেছি। এ সব কেনার মতো আর্থিক অবস্থা ছিল না আমাদের। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলার সময় থেকে আমি কিছুটা রোজগার করতে শুরু করেছি।’’

এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬টি ইনিংস খেলে ৯৮৬ রান করেছেন মালেওয়ার। ১০০০ রানের মাইলফলক থেকে ১৪ রান দূরে রয়েছেন তিনি। গত রঞ্জি ট্রফিতে ৫২ গড়ে ৭৮৩ রান করেছেন মালেওয়ার।

Advertisement
আরও পড়ুন