Virat Kohli

বিজয় হজারেতে আরও একটি ম্যাচ খেলতে পারেন কোহলি, নিউ জ়িল্যান্ড সিরিজ়ের প্রস্তুতিতে খামতি রাখতে চান না বিরাট

বিজয় হজারে ট্রফিতে প্রথম দু’টি ম্যাচ খেলেছেন তিনি। প্রথম ম্যাচে শতরানের পর শুক্রবার দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করেছেন। সেই বিরাট কোহলিকে হয়তো আরও একটি ম্যাচে খেলতে দেখা যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ২১:১৫
cricket

শুক্রবারের ম্যাচে দিল্লির জার্সিতে কোহলি। ছবি: পিটিআই।

বিজয় হজারে ট্রফিতে প্রথম দু’টি ম্যাচ খেলেছেন তিনি। প্রথম ম্যাচে শতরানের পর শুক্রবার দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করেছেন। সেই বিরাট কোহলিকে হয়তো আরও একটি ম্যাচে খেলতে দেখা যাবে। তবে এ বছর সেই সম্ভাবনা নেই। পরের বছর খেলতে দেখা যাবে কোহলিকে।

Advertisement

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখন পরিবারের সঙ্গে নতুন বছর কাটানোর জন্য কিছু দিন ছুটি নেবেন কোহলি। রেলওয়েজ়ের বিরুদ্ধে ৬ জানুয়ারির ম্যাচে দিল্লির হয়ে আবার দেখা যেতে পারে তাঁকে। তার আগে দিল্লির তিনটি ম্যাচ রয়েছে সৌরাষ্ট্র, ওড়িশা এবং সার্ভিসেসের সঙ্গে, যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর এবং ৩ জানুয়ারি।

কোহলির সিদ্ধান্ত নির্ভর করছে কোচের উপর। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরু ১১ জানুয়ারি। তার আগে কোচ গৌতম গম্ভীর কবে জাতীয় শিবিরে ক্রিকেটারদের অংশ নিতে বলেন, তার উপর নির্ভর করছে কোহলি ৬ জানুয়ারির ম্যাচ খেলতে পারবেন কি না। যদি সব ঠিক থাকে, তা হলে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নামার আর এক বার দিল্লির হয়ে খেলে নিতে চান কোহলি।

এক দশক পর বিজয় হজারেতে খেললেন কোহলি। বোর্ডের নির্দেশ মেনেছেন তিনি। সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার যাদবেরা প্রতিযোগিতার পরের দিকে কিছু ম্যাচ খেলতে পারেন। কোহলি নিজে ২০২৭ বিশ্বকাপে খেলতে মরিয়া। তাই কোনও সুযোগই হাতছাড়া করতে রাজি নন তিনি। শুক্রবার গুজরাতের বিরুদ্ধে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন