Virat Kohli

‘খেলার আলোচনায় ছোলে বাটুরে নিয়ে কথা কেন?’ অনুষ্ঠানের সঞ্চালককে একহাত কোহলির

কোহলি চান খেলার অনুষ্ঠানের আলোচনা নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকুক। খেলা বা খেলোয়াড়দের নিয়ে কথা হোক। তাঁর মতে, ক্রিকেটারদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে কথা বলা উচিত নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১০:৩৬
picture of virat kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আইপিএল শুরুর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিরাট কোহলি। শনিবার সেই অনুষ্ঠানে টেলিভিশন চ্যানেলগুলির অতি উৎসাহের সমালোচনা করেছেন। বিশেষ করে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন, পছন্দ-অপছন্দ নিয়ে চর্চার বিরোধী কোহলি। ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর প্রিয় খাবার ছোলে বাটুরে সংক্রান্ত চর্চা নিয়েও।

Advertisement

কোহলি জানিয়েছেন, খেলার অনুষ্ঠানে দিল্লিতে তাঁর প্রিয় ছোলে বাটুরে খাবার জায়গা নিয়ে আলোচনা অনর্থক। আলোচকদের এ সব নিয়ে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। কোহলি বলেছেন, ‘‘এক জন সঞ্চালক বা বিশ্লেষকের উচিত খেলা নিয়ে আলোচনা করা। গত কাল মধ্যাহ্নভোজে কী খেয়েছি বা দিল্লিতে আমার প্রিয় ছোলে বাটুরের দোকান কোনটা— এ সব নিয়ে আলোচনার দরকার নেই। এগুলো ক্রিকেট ম্যাচের অংশ নয়। এক জন ক্রিকেটার কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তা নিয়ে বরং কথা হতে পারে।’’

কোহলি আরও বলেছেন, ‘‘আমরা ভারতকে একটি ক্রীড়া প্রগতিশীল দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। আমাদের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকা দরকার। এখন আমরা ভিত তৈরি করছি। সংশ্লিষ্ট সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। শুধু পরিকাঠামো নির্মাণ বা বিনিয়োগ আসলেই হবে না। সকলের দায়িত্ব রয়েছে। আমাদের প্রয়োজনীয় শিক্ষা প্রয়োজন।’’

কোহলি চান খেলার অনুষ্ঠানের আলোচনা নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকুক। যে বিষয়ের সঙ্গে খেলার সম্পর্ক নেই, তা নিয়ে আলোচনাও অর্থহীন। খেলা বা খেলোয়াড়দের নিয়ে কথা হোক। তাঁদের ব্যক্তিগত বিষয় নিয়ে নয়। কোহলির খাদ্যাভাস, ফিটনেস নিয়ে খেলার চ্যানেলগুলিতে বা সংবাদমাধ্যমে নিয়মিত চর্চা, আলোচনা হয়। যা পছন্দ নয় ভারতের প্রাক্তন অধিনায়কের।

Advertisement
আরও পড়ুন