IPL 2025

ধোনি যত দিন খেলবেন ট্রফি জিতবে না কোহলির বেঙ্গালুরু, ভবিষ্যদ্বাণী প্রাক্তন ক্রিকেটারের

এক বারও আইপিএল ট্রফি জেতেনি বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। যত দিন মহেন্দ্র সিংহ ধোনি খেলবেন তত দিন আরসিবি ট্রফি জিততে পারবে না। এমনই ভবিষ্যদ্বাণী প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৬:১০
মহেন্দ্র সিংহ ধোনি (বাঁ দিকে) এবং বিরাট কোহলি।

মহেন্দ্র সিংহ ধোনি (বাঁ দিকে) এবং বিরাট কোহলি। — ফাইল চিত্র।

আইপিএলের অন্যতম সেরা জনপ্রিয় দল তারা। তবে এক বারও ট্রফি জেতেনি বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। দু’বার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে। যত দিন মহেন্দ্র সিংহ ধোনি খেলবেন তত দিন আরসিবি ট্রফি জিততে পারবে না। এমনই ভবিষ্যদ্বাণী প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফের।

Advertisement

পাকিস্তানের একটি টক শোয়ে প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদের সঙ্গে কথা বলছিলেন লতিফ। সেখানে শেহজাদের একটি কথার প্রেক্ষিতে এই উত্তর দিয়েছেন তিনি। যদিও সমর্থকেরা লতিফের এই দাবি মানতে পারেননি। ধোনির খেলার সঙ্গে কোহলির ট্রফি জেতার কী সম্পর্ক সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

ওই টক শোয়ে শেহজাদ বলেন, “যদি মহম্মদ আমির আরসিবি-র হয়ে খেলে তা হলেই ওরা আইপিএল জিততে পারবে।” তার উত্তরে লতিফ বলেছেন, “যত দিন সিএসকে-র হয়ে ধোনি খেলছে তত আরসিবি-র ট্রফি জেতার কথা ভুলেই যাও।”

শেহজাদের মন্তব্য নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। কারণ আমির পাকিস্তানের ক্রিকেটার। প্রথম দু’টি মরসুমের পর পাকিস্তানের ক্রিকেটারেরা আইপিএলে খেলতে পারেন না। তাই আমিরেরও খেলার কোনও সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই।

গত মরসুমে কোহলি ভাল খেলেছিলেন। ১৫টি ম্যাচে ৭৪১ রান করে কমলা টুপি জিতেছিলেন। একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান ছিল। তবে কোহলির স্ট্রাইক রেট নিয়ে এক সময় প্রশ্ন উঠেছিল।

তা নিয়ে কোহলির পাশে দাঁড়িয়েছেন বেঙ্গালুরুরই প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। তিনি বলেছেন, “কোহলির স্ট্রাইক রেট নিয়ে এই আলোচনা মেনে নেওয়া যায় না। দল যা চেয়েছে ও ঠিক সেটাই করেছে।”

Advertisement
আরও পড়ুন